পোস্টগুলি

মার্চ, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
Rumi Squad On hunger strike !

Bamboo fort !

ছবি
তিতুমীর তিতুমীর রাজাকারনা সে ছিল মুক্তি সেনা ! রাজাকার গোলাম আজোম সাথিতার সাহাজিজুর ; লালনের ঘরের কোনে সেকি বাশ কেল্লা গোনে শুনি তারা কল্লা কাটে কাদেরের নাদের হাটে ! সাথী ক্যান মুক্তি ভাবী ? দুকুলের মধু খাবি খুনীদের সাথী হবি মুক্তিযোদ্ধার বউ হবি ! কি বললি আবারও মন্ত্রী নিবি ? থু ; নাক্ষপ্তা রাজাকার আর কভুনা ! জাহিদ ডাক্তার ২৭ মার্চ ২০১৩
http://www.facebook.com/groups/ssawc/permalink/509125732478930/

Victory memorial

ছবি
স্বাধীন সকাল কাল সারারাত পাহারা ছিলাম আবার যদি তারা আসে একাত্তরে ঘুমিয়ে ছিল স্বাধীনতার আসে ! অন্ধকারে কাপুরুষ যত হত্যাযোগ্গে মাতে ! পাকি ইসলাম খাকি পড়ে ছিল ২৫ শে 'র কালো রাতে আজকে কেবল রং বদলে জাতীয়তাবাদীর জোসে সৌদি রাজের পয়গাম নিয়ে পাক সাফ হলো ধুয়ে ? বাঙালের কথা কাঙালের মত বাসী হলে শুধু ফলে ! খুনীদের হাত রক্তে রাঙানো সাফ হবেনা ধুলে ! ঘুম ভেঙ্গে দেখি বাতায়ন পাশে নিশান আমার উড়ে ! সাথীরা আমার অতন্দ্র ছিল সাপদেরা শুধু জেলে ! জাহিদ ডাক্তার ২৬ শে মার্চ ২০১৩

1971

ছবি
প্রজাপতি মন সবুজ লালে কলতানে পাখি ডাকে শাহবাগের সেই বাগানে ! ফলবতী বৃক্ষ কমই দুএকটা তাও থাকতে পারে ! নারিকেলের গাছে ঘিরে শহর ক্যামন দৌড়ে মরে ! মোল্লা বলে সেবন করে শাহবাগের অপর পারে হামবার্গার পানীয় মেলে ! ঢাকা শহর নগর বলে ক্লাবে পাশা খেলে ছলে তোমার বাবা আমার ছেলে সাকুরাতে আজও বসে যেসব খেলে কলজে জ্বলে ! সবই খেয়ে কালো রাতে হিন্দু নিধন জগন্নাথে পাক সেনাতে ! আরো শুনবি ? জয় বাংলা শব্দ পেলে বুকে বিধত সীসার গুলি কামান মেরে উড়িয়ে নিশান টিক্কা খানে ক্ষণে ক্ষণে যুবতীরা বীরাঙ্গনা ললনা কি বঙ্গ মাতা ? পোড়া কপাল শুনবি আরো সে 'ন মাসে যুদ্ধ শিশু গনিমতের ফসল বলে ! আহ হা খোদা অন্ধ আজও রাজাকারে নকশা করে ধর্মটারে লেবাস এটে সময় পেলেই ছোবল মারে ! আর পারিনা আমপারাতে ধর্ম ক্যান বর্ম হবে অবেলাতে ? আমরা কি সব দুগ্ধ শিশু '৭১ এর যুদ্ধ যিশু সবুজ যেন চির হরিত রক্ত কেবল লহু নদী বাঙাল রাজা গৃহ বন্দী সেই সে রাতে অন্যরা যায় রনাঙ্গনে প্রতিবেশী বাংলা ভাষী অহমিয়া ত্রিপুরাতে শরণার্থী শিবির গড়ে ! অনেক চাপা খোবের ব্যথা শাহবাগে স্লোগান পেলো জগৎ জোড়া খ্যাতি এমনিত
ছবি
বুদ্ধদেব বসু মনে পড়ে দাদা ছোকানুর কথা একা ফেলে গেলে সেউ কেদে বলে একা শুধু তুমি নও ! আমরা ছিলাম আছি মুমিনের কথা সে এককথা ঈশ্বর ভগবান পাবে কোথা ? শ্রেণীসংগ্রাম আপনার গ্রাম ইলিশ ছিল যেথা আজও মাঝি গায় সেথা ! পদ্মা আজও ব্যবধান হেথা ইমান তা' বলে কথা ? জাহিদ ডাক্তার ২৪ মার্চ ২০১৩
ছবি
চিকা এক রাতে ! নিষিদ্ধ কমুনিস্ট পার্টির ক'জন কর্মী পূর্ব পাকিস্তান সচিবালয়ের দেয়ালে রাতের অন্ধকারে মানুষের মুক্তির কথা লিখছিলেন ! পুলিশ এসে পড়লে ইতস্তত এত রাতে কি করছ ? প্রত্যত্পন্নোমতি আকন্ঠ বিপ্লব পিপাসী কমরেড ফরহাদ ! চিকা মারছি ! সেই থেকে দেয়াল লেখন পেল নতুন নাম চিকা ! জাহিদ ডাক্তার ২০ শে মার্চ ২০১৩

Spring !

ছবি
ছবি
পাপ জন্মে আমার পাপ নাই প্রভু থাকলেউ 'তা তামাদি ধর জীবন আজ নিভু নিভু ! হত্যা হেথা তামাদি হয় ধর্ষণ করে নিশান উড়ায় ধর্ষিতা বক্ষ জুড়ে ! তাবৎ মুনিরা শুরু করে গান হুক্কা হুয়া সুরে ! চল্লিশে জানি চাল্শেতে ধরে দৃষ্টি হয় ক্ষীন পরে তাবলে স্মৃতি বিস্মৃতি হবে বিয়াল্লিশের পরে ? তাও হতে পারে নবরোগ বুঝি পুস্তকে তাহা নাই হন্তারক আজ সাধু সেজে দেখো মসনদে চায় ঠাই ! মুক্তি পাগল বঙ্গ তরুণ কেমনে মনিবে তা ? বয়স অল্প উর্বর মাথা বন্ধক রাখে না ! তোমরা যাহারা পাকিদের ছানা রাজাকার চেননা আমরা তাদের বেইমান মানি অন্য কিছুই না ! জাহিদ ডাক্তার ৬ ই মার্চ ভুলতা ২০১৩ খ্রি :
ছবি
পিপড়া দেয়ালে পিপড়ার সারি ! এবছর বন্যা হবে ৭১এর মত বন্ধু চেনে যুদ্ধ এলে স্বাধীনতার মত ! কলকাতা নয় বনলতা চুলকানিতে ভরা সে গায় ওষুধ পাবে কই ! সেই শিবিরে রগ কাটেনা শরণার্থী তাই ! হায়রে কপাল স্বাক্ষী গোপাল জয় বাংলা কয় ! হ্যা গো ! তোমরাকি কি সব মোনাফেক নাকি সব কিছু ভুলে যাও ! ছোচা তুমি তোমার সাথে আরি আমার যাও ! সুদ খাও ঘুষ খাও মায়ের মাথা খাও ! ধর্ষকেরা হল্লা করে জয় জয় কও ! জাহিদ ডাক্তার ২রা মার্চ ঢাকা ২০১৩ সাল