ভালবাসার মহাকাব্য বহু দুর থেকে ভেসে আশা পুরনো দিনের গান যেন প্রাগৈতিহাসিক কেনো প্রাণীর জীবাশ্মের ফিরে পাওয়া প্রাণ ; তাও কি কখনো সত্যি হয় ? হ্যা তেমনই ; যেমন করে নদী বাষ্প হয়ে পূনর্বার মেঘ করে হওয়ায় ভাসে ; ঝরে অবিরল সাইবেরিয়া থেকে ফের ফেরে পরিযায়ী পাখি দেয় দিগন্ত পাড়ি ; আসে , খোজে জলাশয় ! এ তোমার জানা চেনা সেই পুরনো আমি দাড়িয়ে আজও ঠায় ! বিশ্বাস না হয় ছুয়ে দেখো স্বপ্ন নয় স্বাধীনতার মত সত্যি ! আমি হিমবাহ সম ; কেবল তোমারই প্রতিক্ষায় বিশ্বস্ত ভালবাসার পরাকাষ্ঠা তায় বালক ক্য্সাবিয়াংকার মত জ্বলন্ত ডেকে দাড়িয়ে যেন পিতৃআগ্গা ! মাতৃ আগ্জ্ঞাবহ বায়েজীদের মত পানি পাত্র হাতে সারারাত অবিরত প্রতিক্ষা ; আর একটু পর হবে ভোর তবু হবেনা শেষ মোর ভালবাসার জলাধার কিবা মহাসাগরের পাড় ! ( একটি প্রেমের কবিতা লেখার চেষ্টা ) www.muktoibolakakabboblog