পোস্টগুলি

বঙ্গবন্ধু

ছবি
রয়েল বেঙ্গল অভয়রণ্য আবার একটা দ্বীপ ও জেগে উঠলো বাড়ির পাশে আমাদের আর ঠেকায় কে ; বাঘ পালন করবো নতুন দ্বীপে রয়েল বেঙ্গল অভয়রণ্য , বঙ্গবন্ধু দ্বীপে !

poltitubeinternational

কোন দেশে কয়টি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে জানাবেন কেও ; মেডিকেল বিশ্ববিদ্যালয় ধারণাটি কি ডাক্তারদের আলাদা করে অন্য সবার টার্গেট তৈরী করা ? ইঞ্জিনিয়ারদের একটা বিশ্ববিদ্যালয় আছে আমাদের দেশে যার নাম বুয়েট ; অন্য সব ইঞ্জিনিয়ারিং কলেজ গুলো কি বুয়েটের আন্ডারে আসছে ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেডিকেল ফ্যাকাল্টি আছে ; আমি সেই ফ্যাকাল্টির সর্বশেষ ছাত্র ; আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জন রোগী নিজেদের হাসপাতালে না গিয়ে প্রাইভেট ক্লিনিকে গেলো কেন ? বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে চিকিৎসা নিতে পারলে হয়তো ভুল বুঝাবুঝির অবসান হতো ! ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা কাঠামো থাকা জরুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ই আছে নাই কেবল একটি বিশেষায়িত নিজস্ব হাসপাতাল ; সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখতে পারেন ! পুলিশের নিজস্ব হাসপাতাল আছে ; আর্মিদের জন্য আছে আছে সরকারী কর্মচারীদের জন্য হাসপাতাল ! ধনীদের জন্য আছে দুনিয়া ব্যাপী বড় বড় হাসপাতাল কেবল নাই ছাত্রদের জন্য নিবেদিত কোনো হাসপাতাল ! শুধুমাত্র ছাত্র শিক্ষকদের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল থাকা প্রয়োজন ; যাঁরা ছাত্র শিক্ষকদের

poltitube.com

ছবি
আমাদের টিউব দি পল্টিটিউব ইন্টারন্যাশনাল বাংলাদেশ 

poet

ছবি
সবাই কাব্য করে কথা লেখে কবি হতে মনে হয় সাধ জাগে ! কবিরা বৈষয়িক হয় দেখেছো আগে ? এখানে কবিরা বিষয়িক কেবল কবিতা লেখে অবসরে ! কবি ছিল ভৈরব সাধু কাব্য করতো জলে ; জলেস্বরীতেও এক কবি ছিল গেলো বছর মারা গেলো ! কবিরা এখন কাব্য করতে ভয় পায় আগের কবিরা সাহসী ছিল ভগবান বুকেও একে দিত পদ চিন্হ ! তখন কবিরা ভালোবাসতো মাতৃভূমি মায়ের মত ; এখনকার কবিরা প্রায়ই প্রবাসী চেরী ফুলের লোভে ! প্রান্তরে তাই রাঁধা আর কৃষ্ণচূড়া জড়াজড়ি করে নিলজ্জ্য হয়ে ! কি করবে কবি যে নাই দেশে সবাই সবুজ বইয়ের লোভে সবুজ আঙিনা ছাড়ে যায় অতলান্তিক পাড়ে !..........ভৈরব সাধু

poltitubeinternational

ছবি
নিনাদ লুব্য্বভিক আমার বহু পুরানো ফেসবুক বন্ধু , জীবনে আমার কোন ছবি লেখাতে তিনি লাইক কমেন্ট করেননি ! অনেকদিন তাঁর কোন পোস্ট ও দেখছিলাম না সে যে আমার উরোপিয়ান বন্ধু তাই তাঁকে বন্ধুর খাতা থেকে নাম ও কাটিনি ; খাঁটি ইউরোপীয় যৌন দৃষ্টিভঙ্গির প্রতিভূ হিসাবে তাঁকে আমার ভালোলাগতো ! পৃথিবীর প্রায় সকল যৌন ষ্টার তাঁর বন্ধু ! মদ মাতাল বন্ধু আমার মরে গেছে ভেবেছিলাম , বয়স অনেক হয়েছে তাঁর ; প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত তাঁর ও প্রিয় বিষয় যৌনতা সেই সব  দেশে আমার ও অনেক বন্ধু আত্বীয় বাস করেন ; ভাবলাম ওরা যদি স্বশরীরে ওই সব দেশে বাস করতে পারেন আমি একজন ফেসবুক বন্ধু হিসাবে কেন রাখতে পারবোনা !..............সময় নাই পরে লিখবো ! ......( চলবে )
ছবি
ভুলায়ে নেহি ভুল শাক্তি কেহি ! ..........জগজিৎ সিং

মুক্তিযুদ্ধ

মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ অর্জ্যন মুক্তিযুদ্ধ !  তাকেঁ বিতর্কিত করা মানে বাংলাদেশকে অস্বীকার করা যা কখনোই করতে দেয়া যাবেনা ; এই একটি সত্য যিনি অর্জ্যনে অগ্রণী তিনি বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা ! পিতাকে অস্বীকার করা যায়না ; মাতৃভূমির মতোই সম্মান তাঁর প্রাপ্য তাই সবাইকে সব সময় এই সত্যকে মেনে রাজনীতি করতে হবে ! পৃথিবীর সকল রাষ্ট্রের রাজনীতি এই প্রথা মেনে চলে আমাদেরকেও সেই পথে থাকতে হবে যে কোনো মূল্যে !..........ভৈরব সাধু