poltitubeinternational
কোন দেশে কয়টি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে জানাবেন কেও ; মেডিকেল বিশ্ববিদ্যালয় ধারণাটি কি ডাক্তারদের আলাদা করে অন্য সবার টার্গেট তৈরী করা ? ইঞ্জিনিয়ারদের একটা বিশ্ববিদ্যালয় আছে আমাদের দেশে যার নাম বুয়েট ; অন্য সব ইঞ্জিনিয়ারিং কলেজ গুলো কি বুয়েটের আন্ডারে আসছে ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেডিকেল ফ্যাকাল্টি আছে ; আমি সেই ফ্যাকাল্টির সর্বশেষ ছাত্র ; আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জন রোগী নিজেদের হাসপাতালে না গিয়ে প্রাইভেট ক্লিনিকে গেলো কেন ? বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে চিকিৎসা নিতে পারলে হয়তো ভুল বুঝাবুঝির অবসান হতো ! ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা কাঠামো থাকা জরুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ই আছে নাই কেবল একটি বিশেষায়িত নিজস্ব হাসপাতাল ; সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখতে পারেন ! পুলিশের নিজস্ব হাসপাতাল আছে ; আর্মিদের জন্য আছে আছে সরকারী কর্মচারীদের জন্য হাসপাতাল ! ধনীদের জন্য আছে দুনিয়া ব্যাপী বড় বড় হাসপাতাল কেবল নাই ছাত্রদের জন্য নিবেদিত কোনো হাসপাতাল ! শুধুমাত্র ছাত্র শিক্ষকদের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল থাকা প্রয়োজন ; যাঁরা ছাত্র শিক্ষকদের...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন