কবিতার স্রষ্ঠা
কবে যেন কোথায় পড়েছিলাম
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
কবি কিশোর সুকান্তের লেখা
তবু এভাবে শুরু করলাম
কাব্য করা আরকি !
কবি ও অকবি
যাহা বল মরে মুখ বুজে
তা সই সবি এটা নজরুলের লেখা !
ভাবনা আমার কি তবে আর লিখব আমি ?
কবিতার কথা বলে একটা প্রবন্ধ বই
লিখেছিলেন শুদ্ধতম কবি জীবনানন্দ
বিশ্ব কবি থেকে শুরু করে পূর্বাপর
অনেক কবি ও কবিতা
উপনিষদ থেকে বিংশ শতাব্দী
কি নাই তার নিজব্দি !
আশ্চর্য সমসাময়িক কবি নজরুল
কিবা সুকান্ত কাউকেই উল্লেখ করেননি
ব্যাপারটাকি ভাববার আছে বৈকি !
শুধু সমকালীন স্রেষ্টথ্থের চিন্তায় ; নাকি
শিল্পতীর্ণ কাব্য হয়নি !
স্রষ্ঠারা বড় বেশি দাম্ভিক স্বার্থপর
না হয় অভিমানী জীবনভর !
জাহিদ ডাক্তার ৭ ই নভেম্বর বেলাব ২০১২ খ্রি :
কবে যেন কোথায় পড়েছিলাম
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়
কবি কিশোর সুকান্তের লেখা
তবু এভাবে শুরু করলাম
কাব্য করা আরকি !
কবি ও অকবি
যাহা বল মরে মুখ বুজে
তা সই সবি এটা নজরুলের লেখা !
ভাবনা আমার কি তবে আর লিখব আমি ?
কবিতার কথা বলে একটা প্রবন্ধ বই
লিখেছিলেন শুদ্ধতম কবি জীবনানন্দ
বিশ্ব কবি থেকে শুরু করে পূর্বাপর
অনেক কবি ও কবিতা
উপনিষদ থেকে বিংশ শতাব্দী
কি নাই তার নিজব্দি !
আশ্চর্য সমসাময়িক কবি নজরুল
কিবা সুকান্ত কাউকেই উল্লেখ করেননি
ব্যাপারটাকি ভাববার আছে বৈকি !
শুধু সমকালীন স্রেষ্টথ্থের চিন্তায় ; নাকি
শিল্পতীর্ণ কাব্য হয়নি !
স্রষ্ঠারা বড় বেশি দাম্ভিক স্বার্থপর
না হয় অভিমানী জীবনভর !
জাহিদ ডাক্তার ৭ ই নভেম্বর বেলাব ২০১২ খ্রি :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন