রাখাল রাজ্য
চেন তোমরা সেই সে দ্বীপ
সাগর ঘেরা শ্বাপদ পাশে
বন্য বাঘে বসত গারে
গোলপাতা আর কেওড়া গাছে
...আরো দেখুন
ছবি: রাখাল রাজ্য চেন তোমরা সেই সে দ্বীপ সাগর ঘেরা শ্বাপদ পাশে বন্য বাঘে বসত গারে গোলপাতা আর কেওড়া গাছে ঘিরে থাকে তৃণ ভূমি ! সেই সে বনে ফিরত ঘুরে হায়েনারা ভিন্ন জাতি একরাতে সেই বন্যরা সব ঝাপিয়ে পড়ে রাখল বাড়ি রাখাল রাজে গর্জে ওঠে মধ্য রাতে হরিণ শাবক পাতার আরে চুপটি করে ভাবনা করে হায়েনাতো মাত্র ক'টা কত খাবে এগিয়ে গেলে বুকচিতিয়ে ! বর্গীরা সব বন্দী করে নিয়ে গেল রাখল রাজে ঘাটের মাঝি কামার কুমোর সবাই শেষে জোট বাধে পাশের দেশের লক্ষী রানী ছুটে বেড়ায় জগৎ নেড়ে যাওনা দেখো করছে কি সব রাখল রাজের রাজ্য জুড়ে ! পাখ পাখালি কাঠবিড়ালি কৃষান বধু ছাত্র যুবা জীবন নিয়ে খেললো জুয়া রক্ত ঢেলে পথ পিছল হায়েনারা শৃগাল সনে হুড়মুড়িয়ে আস্রে পরে কোথায় আবার ঘোর দৌড়ের পুরান মাঠে এখন যেথায় মশাল জ্বলে ! রাখল রাজে পরপারে আমরা যে তার পথ পানে ! জাহিদ ডাক্তার ঢাকা ২৫ শে জানুয়ারী ২০১৩ খ্রি :
এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি
It was a early morning of a winter at sylhet ; probably 1983 Kal Dorbesh Voirob was at anatomy demo class ; doga teacher was in cheering mood and he could not anole to hide his happiness in the class room even ! Suddenly he shouted "today I am a happy man " pin drop silence in the class because everybody knows the assassination of indera Gandhi died ; so we everybody know that paki doga saying about Indira the mom of Bengal due to her role ! Only Dorbesh Voirob Sarder stood and told ; not to cheer because she was our friend when most of the powerful nations in the world against our liberation war of 1971 ! You may against ruling party or any other but never against Indira Gandhi the mom of our liberation war !
poltitubeinternational
কোন দেশে কয়টি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে জানাবেন কেও ; মেডিকেল বিশ্ববিদ্যালয় ধারণাটি কি ডাক্তারদের আলাদা করে অন্য সবার টার্গেট তৈরী করা ? ইঞ্জিনিয়ারদের একটা বিশ্ববিদ্যালয় আছে আমাদের দেশে যার নাম বুয়েট ; অন্য সব ইঞ্জিনিয়ারিং কলেজ গুলো কি বুয়েটের আন্ডারে আসছে ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেডিকেল ফ্যাকাল্টি আছে ; আমি সেই ফ্যাকাল্টির সর্বশেষ ছাত্র ; আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জন রোগী নিজেদের হাসপাতালে না গিয়ে প্রাইভেট ক্লিনিকে গেলো কেন ? বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে চিকিৎসা নিতে পারলে হয়তো ভুল বুঝাবুঝির অবসান হতো ! ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা কাঠামো থাকা জরুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ই আছে নাই কেবল একটি বিশেষায়িত নিজস্ব হাসপাতাল ; সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখতে পারেন ! পুলিশের নিজস্ব হাসপাতাল আছে ; আর্মিদের জন্য আছে আছে সরকারী কর্মচারীদের জন্য হাসপাতাল ! ধনীদের জন্য আছে দুনিয়া ব্যাপী বড় বড় হাসপাতাল কেবল নাই ছাত্রদের জন্য নিবেদিত কোনো হাসপাতাল ! শুধুমাত্র ছাত্র শিক্ষকদের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল থাকা প্রয়োজন ; যাঁরা ছাত্র শিক্ষকদের...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন