রাখাল রাজ্য
চেন তোমরা সেই সে দ্বীপ
সাগর ঘেরা শ্বাপদ পাশে
বন্য বাঘে বসত গারে
গোলপাতা আর কেওড়া গাছে
...আরো দেখুন
ছবি: রাখাল রাজ্য চেন তোমরা সেই সে দ্বীপ সাগর ঘেরা শ্বাপদ পাশে বন্য বাঘে বসত গারে গোলপাতা আর কেওড়া গাছে ঘিরে থাকে তৃণ ভূমি ! সেই সে বনে ফিরত ঘুরে হায়েনারা ভিন্ন জাতি একরাতে সেই বন্যরা সব ঝাপিয়ে পড়ে রাখল বাড়ি রাখাল রাজে গর্জে ওঠে মধ্য রাতে হরিণ শাবক পাতার আরে চুপটি করে ভাবনা করে হায়েনাতো মাত্র ক'টা কত খাবে এগিয়ে গেলে বুকচিতিয়ে ! বর্গীরা সব বন্দী করে নিয়ে গেল রাখল রাজে ঘাটের মাঝি কামার কুমোর সবাই শেষে জোট বাধে পাশের দেশের লক্ষী রানী ছুটে বেড়ায় জগৎ নেড়ে যাওনা দেখো করছে কি সব রাখল রাজের রাজ্য জুড়ে ! পাখ পাখালি কাঠবিড়ালি কৃষান বধু ছাত্র যুবা জীবন নিয়ে খেললো জুয়া রক্ত ঢেলে পথ পিছল হায়েনারা শৃগাল সনে হুড়মুড়িয়ে আস্রে পরে কোথায় আবার ঘোর দৌড়ের পুরান মাঠে এখন যেথায় মশাল জ্বলে ! রাখল রাজে পরপারে আমরা যে তার পথ পানে ! জাহিদ ডাক্তার ঢাকা ২৫ শে জানুয়ারী ২০১৩ খ্রি :
প্রেম বিষয়ক পক্ষী প্রেমিক বৃক্ষ প্রেমী প্রেম গলার মালা ! কৃষ্ণ ছিলেন রাধা প্রেমী করত লীলা খেলা ! শিরির প্রেমে ফরহাদ নাকি ছিলেন দেওয়ানা ! লাইলী প্রেমে মজনু নাকি ছেড়ে ছিলেন পাঠ ! চন্ডি দাস আর রজকিনী নিতেন প্রেমের পাঠ ! প্রেম করেছেন ইউছুফ নবী জুলেখার সনে ! রামের প্রেমে সীতা নাকি গিয়েছিলেন বনে ! এত শত প্রেম কাহিনী মোদের যখন জানা ! কেমন করে করব মোরা প্রেম করিতে মানা ? রাজাকারে প্রেম করত পাকি সেনার সনে ! আজও আছে তাদের প্রেমিক আছে ঘরের কোনে ! দেশ প্রেমিক আছে নাকি মোদের দেশে ভাই ? থাকলে তবে আমরা কেন অন্য দেশে যাই ? প্রেমিক ছিল নির নাকি হেলেন প্রেমিক তাই ! ট্রয় নগরী ধংশ হয়ে হলো শেষে ছাই ! বিশ্ব প্রেমিক শাহজাহান নুরজাহানের তরে ! সাদা পাথর দিয়ে যে তাই তাজমহল গড়ে ! দেশো প্রেমিক বলতে বুঝি মুক্তি সেনা যারা ! প্রাণ দিয়েছেন দেশের তরে টাকা পয়সা ছাড়া ! টাকা প্রেমিক প্রেমিক বটে ভালবাসা ছাড়া ! চুরি করে আজও অনেক আছেন দেশ ছাড়া ! ঘুষ চাহিয়া আবুল নাকি গেছেন এবার ফেসে ! অমন অনেক ঘুষ খোর দিব্বি আছেন দেশে ! ঘুষ খোর দেশ প্রেমে থাকে যদি মানা ! কালো টাকা সাদা করে তারা কাদের ছানা ! ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন