পোস্টগুলি

এপ্রিল, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

East & West

ছবি
আমার এখন অনেক বন্ধু ফেসবুকে তাই কিছু না লিখেও দিব্বি শেয়ার করে দিন চালিয়ে দেয়াযায় ভালো ভাবেই ! শুধু ছবি দেখেও বেশ কেটে যায় দিন ! কত সুন্দর সুন্দর ছবি কথার মালা শুক দুখের অনুভুতি জড়ানো পংতি সততি অনেক উপভোগ করি কত সহজে ! কেবল ভালো লাগেনা মানুষের খিস্তি ক্ষেউর মিশ্রিত মন্তব্য অশ্লীল কুরুচি সম্পন্ন পাশ্চাত্য অঙ্গভঙ্গি করা অভিব্যক্তি ! বেশি খারাপ লাগে যখন দেখি শিক্ষিত মানুষ গুলো তা লিখছে ছবি পোস্ট করছে আর মন্তব্য করছে যারা তারাউ সেই তথাকথিত শিক্ষিত মানুষ গুলো ! মনে মনে ভাবি যারা এগুলি করে তারা কোথা থেকে পেল এ সভ্যতা ! জাহিদ ডাক্তার ২৬ শে এপ্রিল ২০১৩

Shavar tragedy

ছবি
কার ভুলে সেকি ছাত্র নাকি নেশা করে শাহবাগে ! নাস্তিক সে নিশ্চই নয় দিব্বি খায় পয়সা কামায় মেশিনে শাহবাগে কি আছে কারো ঠাই নাকি আছে কোনো ব্লগে ? কি করে এরা লাইসেন্স পায় তৈরী পোশাক গতরে ? হাতিয়ার পায় ব্যবসা ফাদার ঘুরে বেড়ায় দামী বাহনে ! কত সরকার আসলো গেলো পাড় পায় সবারই সব আমলে অসৎ মালিক ফায়দা লোটে শ্রমিকের তরে আইন কি নাই গ্রেপ্তার এড়ায় মালিকে ? কলম শ্রমিক গ্রেপ্তার হয় ওরা কি তবে নাস্তিক নয় জেল জুলুমে মালিকরা নাই শ্রমিক কেবল অবহেলা পায় মৃত্যু জোটে কপালে ? দেশে সবাই ভাত খেতে পায় তাদের শ্রমের গতরে ব্যবসা করার নিয়ম আছে কেন মানেনা জবাব আছে ? রক্ত দিতে সাহস লাগে শ্রমিক যুবক ছাত্র আসে আর কেউ নয় মানুষ আসে হেফাজত কর মানবতার রক্ত চোষ কিভাবে ? ক্যান বার বার পাড় পেয়ে যায় খুনি মালিক পোশাকে ? ছাত্র কেবল দৌড়িয়ে যায় মানবতা সকাশে ! আজও কেবল ক্ষমতাই চাই মমতা টুকু বিলিয়ে ! কত দিন তারা ব্যবসা চালায় শ্রমিকের রক্ত চুবিয়ে ? ছাত্র যুবা শ্রমিক কেবল যাহা বলে তা সত্য যেন আখেরে ! জাহিদ ডাক্তার ২৫ শে এপ্রিল ২০১৩ খ্রি :

Never say only

ই প্রত্যয় বাদ দিলে কথাটা মিথ্যে নয় ভুল হতে পারে ! আমিও চাই তাই হোক !
ঝড় আর ওঠেনা সন্ধায় জমেছিল মেঘ হবে হয়ত কথাও ঈশান কোনে নিশান লাল সবুজ আমার আকাশ মনে পরে ? একা তো নয় সবাই ছিল জীবন দিত !

Haemosapience

ছবি
অমানুষ মানুষ হলে ভালো 'হোত তা হয়নি শ্রেষ্ঠ জীব না হলে তুমি ধর্ম বল অমানুষেরে ? জাহিদ ডাক্তার ১৭ ই এপ্রিল ২০১৩

(1) জল জংলার দেশ

(1) জল জংলার দেশ

Bangla new year

ছবি
বাঙালির বর্ষবরণ ১ বৈশাখ বাঙলা বর্ষের শুরু ! পৃথিবীর সকল জাতি যাদের পঞ্জিকা আছে সবাই নিজ নিজ সামর্থ্য অনুযাই আমাদের মত নববর্ষ উদযাপন করে ! লাতিনদের বর্ষবরণ উত্সব খুব বেশি স্বারম্বরে উদযাপিত হয় ! ইংরাজী নিউ ইয়ার প্রায় সবদেশেই কম বেশি পালন করে কারণ প্রায় সকল দেশেই নিজস্ব পঞ্জিকার পাশাপাশি ইংরাজি ক্যলেন্ডার চালু আছে ! আরবরা হিজরী বর্ষ পালন করে তা তাদের নিজস্ব ঢঙে ! বাঙালির নববর্ষই শুধু নয় প্রতিটি জাতি বর্ষবরণ করে তাদের নিজস্ব জাতীয় ঐতিহ্য সংস্কৃতিক রীতি অনুজাই আর এই জাতীয় ঐতিহ্য কখনো ধর্ম বর্ণের উপর কেবল নির্ভর করেনা কারণ প্রত্যেক জাতিরই বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের সমন্নিত ঐতিহ্য কৃষ্টি শিল্প সাহিত্য ইত্যাদি রয়েছে যেমন বাঙালির আছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সহ আরো ছোট বড় ধর্মালম্বী মানুষের ধর্মীয় রীতিনীতি সহ এক অভিন্ন জাতিসত্বা যার প্রতিফলন দেখা যায় কেবল এই বর্ষবরণের উত্সবে তাই সেই বর্ষবরণ উত্সব পায় এক বৃহৎ সার্বজনীন মাত্রা যেখানে থাকেনা কোনো নির্দিষ্ট ধর্মের বিধিবিধান তাই সমগ্র জাতির কাছেই সেই উত্সব থাকে মহামিলনের ক্ষেত্র হয়ে আমরাও তাই বলি বাঙালির প্রানের উত্সব ১ লা বৈশাখ ! আমাদের...

Comrade

ছবি
কমরেড বিনোদ বিহারী কে এই বাজারে আর জন্মাবেনা অগ্নি যুগের বিপ্লবী ! দেখছেন না ন'মাসের মুক্তিযোদ্ধা মাত্র কয়েক বাংলা টাকায় রাজাকার বনে যায় ! ভাগ্য ভালো কালো পানি হয়নি আন্দামান ফেরত হলে আরো চড়া দাম উঠত ! বিশ্বাস হয়না ? দেখ চেয়ে বাঙলা পানে কেবল চে'র টি শার্ট তাই কত টানাটানি ! হে অগ্নি গর্ভা সবুজ দ্বীপ ! তোমার জঠর শূন্য ? নাকি প্রতিস্থাপিত শল্য চিকিত্সায় ! কোন জাদু মন্ত্রে বস হলো তোমার জঠর ? কেবলি চিটা ধান ! ধান কাউনের উদম মাঠে বর্গীরা আসেনা নেই বেনিয়া নেই উর্দিপরা পাকিরা ! কেবলি হাইব্রিড ইরি তাও দাম মন্দ নয় নিদানের কালে কলম বিপ্লবী ছাত্র তাই ডলারে বিকোয় ! তুমি অগ্নি যুগের - জ্বলন্ত লার্ভা থাকবে জাদুঘরে ! বিদায় কমরেড লাল সালাম ! জাহিদ ডাক্তার ১১ ই এপ্রিল ২০১৩

Prophet

ছবি
আল আমিন ছিলেন তিনি আল আমিন আমি যতদুর জানি ! কোনদিন তিনি অত্যাচারী তাও কভু শুনিনি ! তার উম্মত হিংস্র হবে লাঞ্ছিত হবে নারী ? ধিক হেফাজত উম্মত তার তা'কেমনে বল মানি ! জাহিদ ডাক্তার ৭ ই এপ্রিল ২০১৩
ছবি
সেকালের নয় সেকুলার মুক্তিযুদ্ধ আচ্ছা বেশ তবে তাই হোক তোমার ভয়ে আমার লিখা বন্ধ থাক গাইবনা গান আর ইচ্ছে মত চাইবনা মুক্তি মানুষের বঞ্চিত যত চাইবনা বিচার কোনো অপরাধীর আজ থেকে তোমার ফরমাস মত ! ধর্ম যার যার দেশ সবার ! এই তো মুক্তিযুদ্ধ ছিল পিতা সমেত অঙ্গীকারবদ্ধ ! একথা মিথ্যা ? মহাপাপ কোনো আস্তিক করতে পারেনারে বাপ ! জাহিদ ডাক্তার ৪ ঠা এপ্রিল ২০১৩

Poem

ছবি
কাব্য ! "মোল্লারা কন হাত নেড়ে দেব দেবী নাম মুখে আনে দাও পাজিটার জাত মেরে ফতওয়া দিলাম কাফের কাজী ও নয়তো সাহেব হইতে রাজি ও আমপারা পড়া হামবড়া মোরা আজিও খাই পাত নেড়ে ..... বন্ধু তোমরা দিলেনাকো দাম রাজ সরকার রেখেছেন মান যা লিখি তাই অমুল্য বলে অমুল্য তাই কি লিখি ছাই মাথা ও মুন্ডু আমিই কি বুঝি তার কিছু ?" ততকালীন নাস্তিক কবি ভারতের নাগরিক আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা মুখস্ত থেকে লেখা সামান্য ভুল থাকলে দোষ আমার কবির নয় ! জাহিদ ডাক্তার ভুলতা ৩রা এপ্রিল ২০১৩
ছবি
বরপুত্র জানি তাই পুত্রবর শান্তি আমিও ধর্ম মানি তাইত বলি করি পালন মদিনার সেই সনদ মানি তোমার ধর্ম তুমি কর বড় যাহার তাহার কাছে আমার কি তার বলার আছে ! তোমায় দেব ধন্য ধ্বনি ভিতর বাহির ধর্ম মানি মুছে তাহার অশ্রু শ্বাস মৃত্যু কেবল সত্য জানি সব কিছুরই আছে আশ থাকলে বেচে বুকপেতে দে তুচ্ছ করে সর্বনাশ ! যত আসুক বিপত্তি বাধা শান্তি রাখব অবিনাশ !