বাবা দিবস কিছুই মনে নাই জাতির বাবার কথা ! একটু শুধু মনে পরে আমার বাবার কথা ! দেখতে ছিলেন আমার মত একদিন তাই বায়না করে অন্য সবার মত ঘাড়ে চরে দেখেছিলাম মানুষ শত শত বললেন তিনি ওই চেয়ে দেখ মঞ্চ জুড়ে জাতির পিতার শখ মোদের তরে জেল খেটেছেন পরান ভরে দেখ ! বাবাও নাই পিতাও নাই রইলো পড়ে স্মৃতি দেশ জুড়ে তাই করছে সবে ভোটের তেলেছমাতি ! বলছি তাই এতিম আমি নয়তো শুধু একা ! বাঙালি মোরা বীরের জাতি দেইনা কারো ধোকা !