River & revolution

নদী 

নদী হঠাত আটকে গেলে 
বাঁধের উপর মানুষ জ্বলে 
মশাল হাতে এগিয়ে গেলে 
জয় আসে !

৭১ র 
অমন ছিল 
গ্রাম কে গ্রাম 
জ্বালিয়ে দিত !
পাকসেনারা রাজাকাররা 
সবাই না সর্বহারা 
পড়ে হলো বিপ্লবীরা হতাশ 
আমি তখন ছোট্ট আকাশ 
দেখি কুয়ার নীচে 
গাব পেড়ে খাই গাছে গাছে !!



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

বঙ্গবন্ধু

poltitubeinternational