River & revolution
নদী
নদী হঠাত আটকে গেলে
বাঁধের উপর মানুষ জ্বলে
মশাল হাতে এগিয়ে গেলে
জয় আসে !
৭১ র
অমন ছিল
গ্রাম কে গ্রাম
জ্বালিয়ে দিত !
পাকসেনারা রাজাকাররা
সবাই না সর্বহারা
পড়ে হলো বিপ্লবীরা হতাশ
আমি তখন ছোট্ট আকাশ
দেখি কুয়ার নীচে
গাব পেড়ে খাই গাছে গাছে !!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন