আস্তিক কাদের বাংলাদেশের কাদের আগেছিলেন বাঘা কাদের এখন ভগবান কাদের ; তাই তিনি প্রতিদিন ২/১জন কে নাস্তিক ঘোষণা করছেন ! বস্তুত কাওকে নাস্তিক বলতে হলে নিদান পক্ষে তাকে অন্তর্যামী হয়ে জন্ম নিতে হবে তা'না হলে কিভাবে তার পক্ষে অন্তরের কথা জানা সম্ভব ? আর ওনার এই যোগ্যতা উনি লাভ করেছেন হেফাজতের সমাবেশে যোগ দানের মধ্যদিয়ে কারণ এর আগে ওনাকে অনেক রূপে দেখা গেলেও এমন আস্তিক নাস্তিক ঘোষণাকারী হিসাবে দেখা যায়নাই ; কারণ গত সরকারের আমলে তিনি গামছা কাদের হিসাবে আবির্ভূত হয়েছিলেন আর প্রথম আলোতে নিয়মিত ভাবে অসমপাপ্ত ব্রিজ কাদের হিসাবে শিরোনাম হতেন ! এই মহান মানুষটিকে আমার চাক্ষুষ দেখার সৌভাগ্য প্রথম হয় '৭৫ এ ভারতে পলায়ন থেকে দেশে ফেরার পর আমাদের রাজবাড়ী রেলওয়ে ময়দানে সম্বর্ধনা অনুষ্ঠানে তকোনু তিনি ওই দৈব ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন নাই ; নিতান্তই বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে পরিচিত ছিলেন মুখে বলতেন বঙ্গবন্ধুর পালিত পুত্র আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভাই হিসাবে ওই সভাতে উল্লেখ করেছিলেন বলে মনেপড়ে ! যাই হোক আমার এই স্বল্প অভিজ্ঞতায় এই দেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে রাতারাতি বদল হতে দেখেছি ; ...