পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

No more word I am tired

ছবি
তোমার মনে পড়ে  একদিন নয় বহুদিন রাত আবার রাত  একাকার কেটে যেত স্বপ্ন সাধ  বউ পালানো জোত্স্নায় আমরা বোধি সহ  সিদ্ধার্থ সেজে একহয়ে একাকার  সেই বিজলিবাতি ছাড়া মেঠ জীবন ! আবার ইচ্ছে হয়  শিশিরে পা'ভিজাই ভোরের পথ  পরার ছলে যাই ইস্কুলে  ঘুম আসলে মনে পড়ে ইচ্ছে করে  স্বপ্ন দেখি  Good by dream 

New Rajonish

ছবি
আস্তিক কাদের  বাংলাদেশের কাদের আগেছিলেন বাঘা কাদের এখন ভগবান কাদের ; তাই তিনি প্রতিদিন ২/১জন কে নাস্তিক ঘোষণা করছেন ! বস্তুত কাওকে নাস্তিক বলতে হলে নিদান পক্ষে তাকে অন্তর্যামী হয়ে জন্ম নিতে হবে তা'না হলে কিভাবে তার পক্ষে অন্তরের কথা জানা সম্ভব ? আর ওনার এই যোগ্যতা উনি লাভ করেছেন হেফাজতের সমাবেশে যোগ দানের মধ্যদিয়ে কারণ এর আগে ওনাকে অনেক রূপে দেখা গেলেও এমন আস্তিক নাস্তিক ঘোষণাকারী হিসাবে দেখা যায়নাই ; কারণ গত সরকারের আমলে তিনি গামছা কাদের হিসাবে আবির্ভূত হয়েছিলেন আর প্রথম আলোতে নিয়মিত ভাবে অসমপাপ্ত ব্রিজ কাদের হিসাবে শিরোনাম হতেন !  এই মহান মানুষটিকে আমার চাক্ষুষ দেখার সৌভাগ্য প্রথম হয় '৭৫ এ ভারতে পলায়ন থেকে দেশে ফেরার পর আমাদের রাজবাড়ী রেলওয়ে ময়দানে সম্বর্ধনা অনুষ্ঠানে তকোনু তিনি ওই দৈব ক্ষমতার অধিকারী হয়ে ওঠেন নাই ; নিতান্তই বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে পরিচিত ছিলেন মুখে বলতেন বঙ্গবন্ধুর পালিত পুত্র আমাদের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভাই হিসাবে ওই সভাতে উল্লেখ করেছিলেন বলে মনেপড়ে ! যাই হোক আমার এই স্বল্প অভিজ্ঞতায় এই দেশে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দকে রাতারাতি বদল হতে দেখেছি ; ...

Thief

ছবি
চোর  জন্মগত ভাবে নিম্নবিত্তের মানুষরা  চোর বদনামের স্বীকার হয় উচ্চ বিত্তরা নয় ! তাহাদের বলে অসাধু কিংবা স্খলিত ; খেলাপী অসৎ নীতিবিবর্জিত ইত্যাদি বিশেষণে ভূষিত করার অপচেষ্টা করা হয় ! তেমনই ডাকাতি কেবল যারা নিম্ন বিত্ত শ্রেণী থেকে এসে করে তাদের বলা হয় ; কিন্তু দেশ রক্ষার কাজে নিয়োজিত সসস্ত্র বাহিনীর লোকেরা যখন দেশের নির্বাচিত সরকারকে হাতিয়ার দিয়ে খুন করে রাজকোষ উজার করে তখন তাকে বলে সামরিক অভ্যুত্থান ; কেন ? কারণ তা'হয় আন্তর্জাতিক মানের ডাকাতি সেখানে মহাপরাক্রমশালী দোজাহানের একক সাম্রাজ্যবাদীদের অনুমোদন থাকে ! তেমনি যখন কোনো নির্বাচিত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ট দল সংশোধনী আনে তাকে বলে অবৈধ সংশোধনী আর রাষ্ট্র ক্ষমতা ডাকাতি করে বন্ধুকে খুন করে ক্ষমতায় থেকে হা /না ভোট করে বিভিন্ন দলের চোর ছোটটা দিয়ে দল গঠন করে তাকে বলে বিপ্লব ও সংহতির সৃষ্ট গণতান্ত্রিক দল ! উপরোক্ত ঘটনা গুলির নতুন ; এই অভিধা সৃষ্টিকারী মানুষদের আমাদের দেশে বলে সুশীল সমাজ ! তারা তৈল মর্দনকে বলে লবিং আর স্বাধীন চিন্তাকে বলে নাস্তিক্য ; স্বীকৃত খুনী ধর্ষনকারী সৌদীরাজের কদমবুচি করে আসলে হয় ইসলামী চিন্তাবিদ ! এই চিন্তাধারার ...
ছবি
ফাঁস'ই !

We are against war criminals of 1971

ছবি

My talk

ছবি
আমার কথা  স্বাধীনতা যুদ্ধ যে আজও শেষ হয়নাই ; তা এখন আশাকরি সবাই স্বীকার করবেন ! যদিও ভিন্ন মত অনেকেরই আছে জানি তবু বলছি আমাদের বাংলাদেশের মুক্তি যুদ্ধের চূড়ান্ত বিজয় এখনো অর্জিত হয়নি ! তবে তাহলে '৭১ সালের ১৬ ই ডিসেম্বর আমরা কি অর্জন করেছিলাম ? সংগত কারণেই প্রশ্নটি এসে যায় ! এর উত্তরে আমি বলতে চাই তা ছিল ভারতীয় বাহিনী ও আমাদের মুক্তি বাহিনীর কাছে পাকবাহিনীর নিশ্বর্ত আত্মসমর্পণ যা ছাড়া পাকবাহিনীর ওই সময়ে আর কিছু করার ছিল না ! ফলশ্রুতিতে একটি অপুষ্ট রাষ্ট্রের জন্ম হয় একটি বৈরী বিশ্ব পরিস্থতির মধ্যে ; যার পরবর্তিতে প্রয়োজন হয়েছিল নিবির পরিচর্যা ! কিন্তু আমাদের ধাত্রী ভারতের অর্থনৈতিক রাজনৈতিক শক্তি কিবা স্বার্থ কোনটাই ছিলনা সদ্য ভুমিষ্ট অপুষ্ট রাষ্ট্রকে মায়ের মত বড় করে তোলার ; বলা যেতেই পারে স্বাধীনতা পরবর্তী ভারতের ভুমিকা দেখে সত্তিকারে মা আমাদের ভারত নয় কারণ বাংলা নামে আর একটা সন্তান তাদের ব্রিটিশরা আগেই উপহার দিয়ে গেছে '৪৭ এ তাই হয়ত সত্তিকারে ধাত্রীর ভুমিকা পালনের পর জাতির পিতার অনুরোধে যথা শীগ্রই নিজ বাড়িতে ফিরে যায় ! আমি জানি অনেকেই আমার পূর্বোক্ত ব্যখায় একমত নয় ; অনেকেই বলবেন...

Certificate

ছবি
কাগুজে সার্টিফিকেট না থাকলে  দেশে ভোটার হতে পারলে  রাষ্ট্রপতি হতেও বাধা নেই  নির্বাচিতরা শিরোধার্য  কর্মচারিনা !
ছবি
সেই নদি  নিরবধি পদ্মাতে যেই টাটকা ইলিশ সেই বছরই স্বাধীনতা  গাঙে ভাঙ্গে বসত ভিটা  সেই বছরই মুক্তিযুদ্ধ ! কেউ ছিলনা সাথী মোদের  ভারত মাতা ইন্দ্রানী নয় গান্ধী পত্নী  মনে পড়ে ? মসুলমানে এক কথা কয়  যুদ্ধ হলে বন্ধু চেনে তোমরা চেননা ? শত্রু তুমি মিত্র তুমি  প্রতিবেশী না ?

Refugees

ছবি
সেই নদি  নিরবধি পদ্মাতে যেই টাটকা ইলিশ সেই বছরই স্বাধীনতা  গাঙে ভাঙ্গে বসত ভিটা  সেই বছরই মুক্তিযুদ্ধ ! কেউ ছিলনা সাথী মোদের  ভারত মাতা ইন্দ্রানী নয় গান্ধী পত্নী  মনে পড়ে ? মসুলমানে এক কথা কয়  যুদ্ধ হলে বন্ধু চেনে তোমরা চেননা ? শত্রু তুমি মিত্র তুমি  প্রতিবেশী না ?

On the way of life

ছবি
লাগবে লাগবে সবাইকে লাগবে কাজে  ভেবনা দেখা হবেনা পথের মাঝে  ওই যে দেখা যায় সূর্য হাসে  মেঘের আরে !

Divide & rule

ছবি
মানুষের আইন গুলো ভুলে ভরা  ফালানি মরেনি মাটিতে পোতা  খুন হয়েছে  ইংরাজের জালে  নিরীহ ক্ষুধা বাধা পায় দেয়ালে ! ব্রিটিশ তুমি দেয়াল দিলে ভাইয়ে ভাইয়ে  হাতে ভিসা ; তুমি মানুষ নয় খুনি ! ইউরো ভেঙ্গে ভারত গড় না ভাঙ্গ আমেরিকা থাকবেনা দেয়াল  বার্লিনের মত প্রাচীর !!

Insite

ছবি
জানিনা কেন এমন হয়  তবুও হয় কারো কারো  অনেক বয়ে যায় ! বহতা নদীর মত জীবন  একবারই যায় বলি তারে মরণ !

Nasties

ছবি
সহি রাজাকারনামা  রাজাকার গুরু দ্বয়  মুক্তির কথা কয় ! আমি এক বৃদ্ধ কত ক্ষণ আর সয় ? শিবিরের ভক্ত  কিযানি কোথা থেকে  এলো এই রক্ত !! মাথা গুনে যেই দেখে মুজিবের ভক্ত  কানে কানে মোরে কয়  পাশ করা শক্ত !!

Light in the deep dark !

ছবি
তমোহর নাম ছিল মনে আছে ? পুত্র নুরুল ইসলাম মরে ছিল পুরে  মা তার কবি রুবি রহমান  আজও কি অপরাধ ? ওরা খুনি নয় মুছলমান  ! www.kabboblogmuktobolaka

War criminals

ছবি
তমোহর নাম ছিল মনে আছে ? পুত্র নুরুল ইসলাম মরে ছিল পুরে  মা তার কবি রুবি রহমান  আজও কি অপরাধ ? ওরা খুনি নয় মুছলমান  !