সেই নদি
নিরবধি পদ্মাতে যেই টাটকা ইলিশ
সেই বছরই স্বাধীনতা
গাঙে ভাঙ্গে বসত ভিটা
সেই বছরই মুক্তিযুদ্ধ !
কেউ ছিলনা সাথী মোদের
ভারত মাতা ইন্দ্রানী নয় গান্ধী পত্নী
মনে পড়ে ?
মসুলমানে এক কথা কয়
যুদ্ধ হলে বন্ধু চেনে তোমরা চেননা ?
শত্রু তুমি মিত্র তুমি
প্রতিবেশী না ?
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন