Super citizen
সুশীল আর মালতী
ছোট ব্যালায় ; ছয় নম্বর বাজারে এই সময় মানে শীতের প্রথমে ইয়াছিন মিঞা নামে এক কবিরাজ ঔষধ বিক্রি করতেন ! বিশেষ করে হাটের দিন গোয়ালন্দ হাটবারে আওয়ামীলীগ অফিসের সামনের বট তলায় ; আমার আব্বাকে ওই অফিসে পাওয়া যেত তাই মাঝে মাঝে দেকতাম উনি উচ্চ স্বরে ওই সুশিলার্মালোতি সুসিল আর মালতি ক্রীমের গুন কির্তন করতেন !
এখন আর মালতি নাই শুধু সুশীলরা বলতে চাচ্ছেন দল করলে সুশীল হউয়া যাবেনা ; টকশোতে না গেলে তারা সুশীল না ! নির্দলীয় অথবা দলগড়তে ব্যর্থ হয়ে আসলে হবে ; তবে তাকে আর্মি ব্যাকড তত্বাবধায়ক সরকার চাইতে হবে , বিশেষ করে যাদের আন্তর্জাতিক পুরস্কার আছে নিদেন পক্ষে একটা এন জি ও করাত্তব্য থাকতে হবে ! নচেত সুশীল হউয়া যবেনা ; মালতী তো পরের কথা !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন