কিছু অতি দেশপ্রেমী যারা সচরাচর সুবিধাবাদী দলে বাস করে তারা বলতে চাইছে গাজাখর্দের ভয়ে ছবির হাট ভাঙ্গা হয়েছে ! কিন্তু একটু দুরে পরিবাগ মসজিদের গা ঘেষে সাকুরা পিককে মদ খাওয়া যাবে !
কোন দেশে কয়টি মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে জানাবেন কেও ; মেডিকেল বিশ্ববিদ্যালয় ধারণাটি কি ডাক্তারদের আলাদা করে অন্য সবার টার্গেট তৈরী করা ? ইঞ্জিনিয়ারদের একটা বিশ্ববিদ্যালয় আছে আমাদের দেশে যার নাম বুয়েট ; অন্য সব ইঞ্জিনিয়ারিং কলেজ গুলো কি বুয়েটের আন্ডারে আসছে ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেডিকেল ফ্যাকাল্টি আছে ; আমি সেই ফ্যাকাল্টির সর্বশেষ ছাত্র ; আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জন রোগী নিজেদের হাসপাতালে না গিয়ে প্রাইভেট ক্লিনিকে গেলো কেন ? বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে চিকিৎসা নিতে পারলে হয়তো ভুল বুঝাবুঝির অবসান হতো ! ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা কাঠামো থাকা জরুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ই আছে নাই কেবল একটি বিশেষায়িত নিজস্ব হাসপাতাল ; সংশ্লিষ্ট কতৃপক্ষ বিষয়টি ভেবে দেখতে পারেন ! পুলিশের নিজস্ব হাসপাতাল আছে ; আর্মিদের জন্য আছে আছে সরকারী কর্মচারীদের জন্য হাসপাতাল ! ধনীদের জন্য আছে দুনিয়া ব্যাপী বড় বড় হাসপাতাল কেবল নাই ছাত্রদের জন্য নিবেদিত কোনো হাসপাতাল ! শুধুমাত্র ছাত্র শিক্ষকদের জন্য একটা বিশেষায়িত হাসপাতাল থাকা প্রয়োজন ; যাঁরা ছাত্র শিক্ষকদের...
আলোচনায় থাক পদ্মা সেতু ! আমার খুব ইচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে যাওয়া আসার ! শ্রদ্ধেও শান্তিদূত অধ্যাপক ইউনুস সাহেব জীবনে অনেক মাইক্রো ঋণ দিয়েছেন কিন্তু ম্যাক্রো ঋণের বেলায় নাকি দিত্ছেন বাগ্রা ! কাজ্টাকি ঠিক হলো /হতছে ভাই আমার কেন আমার পিতা জাতির পিতা সবাই চাইতেন এই পদ্মা সেতু ! আমরা যাদের পিতা তারাও চায় এই সেতু ! ক্ষমতায় যাওয়ার হাতিয়ার শেষ পর্যন্ত পদ্মা সেতুকে ব্যবহার করা কারই ঈমানের অঙ্গ হতে পারেনা ! সামনে ঈদ বাড়ি যাব আশাকরি সবার সুমতি হলে একদিন জীবিতাবস্থায় আমি ওই সেতুর উপর দিয়ে গাড়ি হাকিয়ে বাড়ি যেতে চাই ! জাহিদ ডাক্তার ১৮ ই অক্টোবর ঢাকা ২০১২ খ্রি :
প্রেম বিষয়ক পক্ষী প্রেমিক বৃক্ষ প্রেমী প্রেম গলার মালা ! কৃষ্ণ ছিলেন রাধা প্রেমী করত লীলা খেলা ! শিরির প্রেমে ফরহাদ নাকি ছিলেন দেওয়ানা ! লাইলী প্রেমে মজনু নাকি ছেড়ে ছিলেন পাঠ ! চন্ডি দাস আর রজকিনী নিতেন প্রেমের পাঠ ! প্রেম করেছেন ইউছুফ নবী জুলেখার সনে ! রামের প্রেমে সীতা নাকি গিয়েছিলেন বনে ! এত শত প্রেম কাহিনী মোদের যখন জানা ! কেমন করে করব মোরা প্রেম করিতে মানা ? রাজাকারে প্রেম করত পাকি সেনার সনে ! আজও আছে তাদের প্রেমিক আছে ঘরের কোনে ! দেশ প্রেমিক আছে নাকি মোদের দেশে ভাই ? থাকলে তবে আমরা কেন অন্য দেশে যাই ? প্রেমিক ছিল নির নাকি হেলেন প্রেমিক তাই ! ট্রয় নগরী ধংশ হয়ে হলো শেষে ছাই ! বিশ্ব প্রেমিক শাহজাহান নুরজাহানের তরে ! সাদা পাথর দিয়ে যে তাই তাজমহল গড়ে ! দেশো প্রেমিক বলতে বুঝি মুক্তি সেনা যারা ! প্রাণ দিয়েছেন দেশের তরে টাকা পয়সা ছাড়া ! টাকা প্রেমিক প্রেমিক বটে ভালবাসা ছাড়া ! চুরি করে আজও অনেক আছেন দেশ ছাড়া ! ঘুষ চাহিয়া আবুল নাকি গেছেন এবার ফেসে ! অমন অনেক ঘুষ খোর দিব্বি আছেন দেশে ! ঘুষ খোর দেশ প্রেমে থাকে যদি মানা ! কালো টাকা সাদা করে তারা কাদের ছানা ! ...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন