পোস্টগুলি

2016 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
ছবি
এসো চেষ্টা করে দেখি তাদের মতো হয় নাকি চেষ্টা করতে দোষ কি আবার একটা পোল্টি ! 1

poltitubeinternational

ছবি
মিথ্যা টিউব পোল্টি সত্য টিউব নয় ইহা তামাশা !

Death Note

ছবি
মৃত্যু নিয়ে একটা স্টেটাস দিয়ে রাখি আগে ভাগে ; কবে মৃত্যু এসে সামনে দাঁড়ায় তাঁর কি ঠিক আছে যমদূত প্রায় ! আগেই বলে রাখি আমার মৃত্যুর জন্য কেও দায়ী নয় ; দায়ী যদি কেও থাকে জানবে বিধাতা কেবল দায় তাঁর !এত ভালোবাসি জীবন ! তবে এও যেন হেথায় আমি আসিনি নিজ ইচ্ছায় , চলেও যাবো কোনো ইশারায় যার ইঙ্গিতে এসেছিলাম হেথায় , যে কভু নাহি শুধায় কবে বিদায় !.......ভৈরব সাধু

সংশপ্তক

ছবি
সংশপ্তক হে অনন্তের পাখি ভর করো আপন ডানায় ! সংশপ্তক হে অনন্তের পাখি ভর করো আপন ডানায় !
ছবি
সত্য বলো সাধু মিথ্যা বলা মহা পাপ চোরায় না শোনে ধর্মের কাহিনী ; সবাই বলে বাপরে বাপ !
ছবি
ল্যাপটপে এলেই আর লিখতে পারিনা !
লিখে ছিলাম ; হারিয়ে গেল ! তাই বলে কি বসে থাকব ? সে হবেনা অশ্রু মোছ , এলো বলে ! বীর প্রসু তা এম্নি তো আর নাম হয়নি কাজেও দেখো তাই পাবে ! বিশ্বেস হয়না ? ভাবছ বুঝি কাক বন্ধ শতেক কালে একবারই হয় ; মিথ্যে কথা ! তালি পাম নয় ঔষধি গাছ তা না হলে রাবন যেন ; খন্ডিত মস্তক ; কথা বলে তা শুনেছ ? আনাল হক একজনই হয় ; এই কথাটা মনে রেখো ! ওই যে দেখো সাঝের বেলা ভৈরবী গায় তাল কাটেনা অতল তলে তলিয়ে গেলেও আবার ওঠে ; ভাসে মুর্শিদী গায় ভাটির সুরে মৃদু লয়েও সুর তোলা যায় সেই সুরে সব অসুরেরা পালিয়ে বাঁচে ; সেই বছর ও এমনি ফাগুন আগুন জ্বালা খর রোদ্রে পলাশ ফোটে ; অনেক রোদে কলমি লতা নুইয়ে পরে ! বাঁচে কেবল রঙ চট চটে রঙিন নিশান পত পত করে ; বৈশাখের সেই রুদ্র রোসে ; কত কঠিন তাকি জানো ? এসো তবে আতুর ঘরে ধাত্রী হয়ে ; ফের বছরই জন্ম নেবে লালন কর মায়ের মত ; যেমন করে সেই ক'জনা তাজা লহু ঢেলে ছিল মায়ের তরে ! মা কি এতো অল্প ভাব ; এস দেখো ; ভাঙ্গা ঘরে চাঁদের আলো !
ছবি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অভিনন্দন সবাইকে !..........ভৈরব দরবেশ সর্দার Dhaka Bangladesh

jibonanodo

ছবি
অনেকেই ভাবেন তা আত্বহত্যা ; আমি তাদের মতে নয় ; জীবন সম্মন্ধে যার অগাধ পান্ডিত্ব তিনি আত্ব হনন করি হতে পারেন না ! নির্মোহ আত্ব হননের পূর্ব গামী নয় বরং জীবন যাপন অধিকতর ভালোবাসায় বিচরণ ! তোমাকে তাই ডাকে নক্ষত্ররা বলে আয় অমরত্ব নিবি ?
ছবি
অনু অতি অব ক্ষুদ্র তাই দেয় প্রেরণা ; তা একটু একটু উবে গবে হবে ; এসো না করি গবেষণা ! ছাগলের তিন নম্বর বাচ্চা নাকো ; আমরা অপরূপ অজন্তা ; গুহা নয় কেবল ! একেবারে আস্ত কাবুলিওয়ালা ! থু ওয়াক থু আর না আর না !
ছবি
কবি আমির খসরু বিবিকে শুধায় ; কোথায় ও কোনদিন জামাতি এমপি নাই ছিল না ! উহা পল্টি মিডিয়ার বানানো ! উনি গাছের টাও খান তলার তাও কুড়ান !   ব্যবসা ভালই বাবা ও গড়াতেন পুত্র ও গরান শিশু পুত্র এই যা ! হাজার হোক দেশী দশ ই তো !
ছবি
অত মানুষ লাগেনারে মন ; সময় বড় কম ! সোনার বাংলায় শোনার মানুষ আছে হরেক রকম ! দরবেশ ভৈরব কয় যারা ছিল মনের মানুষ কোথায় মিলেইয়া গেল সকাল সকাল চইলা গেল  একলা পরে রই !
ছবি
তার পর বাবা  এ যাত্রা ; হা পথ হারিয়ে ফেলা পথের সাথে মতামত হারিয়ে ফেলে সবাই ; অদ্ভুত আধারে হারিয়ে যায় ! কেন তা কেউ বলে না ; বলতেও ভুলে যায় ! সাহস যাদের ছিল তারাও নুইয়ে পরে ক্ষমতার লোভে মানুষ কে অন্ধ হতে দেখেছে ভৈরব তবে মানুষের বিসৃত স্ম্রৃতি ; বেশি আশ্চর্য্য করে ; নাকি ভ্রষ্ট নষ্ট মানুষ গুলো ডুবতে ডুবতে ভেসে ওঠে কোন এক নিবন্ত দ্বীপ যেন লার্ভা হয়ে লুদ্গিরণ শুরু করে যেন পাথরে প্রাণ ; বিশ্বাস হতে চায়না কিন্তু জীবন ব্যাপী দেখা দৃষ্টি ; অন্ধত নয় !
It was a early morning of a winter at sylhet ; probably 1983 Kal Dorbesh Voirob  was at anatomy demo class ; doga teacher was in cheering mood and he could not anole to hide his happiness in the class room even ! Suddenly he shouted "today I am a happy man " pin drop silence in the class because everybody knows the assassination of indera Gandhi died ; so we everybody know that paki doga saying about Indira the mom of Bengal due to her role ! Only Dorbesh Voirob Sarder stood and told ; not to cheer because she was our friend when most of the powerful nations in the world against our liberation war of 1971 ! You may against ruling party or any other but never against Indira Gandhi the mom of our liberation war !
ছবি
আনন্দ ভৈরবী
ছবি
ভৈরবী ভৈরব
ছবি
বাতাস হইয়া জড়াইব কেশ বেনি যাবে যবে খুলিতে ; তবু আমারে দেব না ভুলিতে। ........নজরুল