অনেকেই ভাবেন তা আত্বহত্যা ; আমি তাদের মতে নয় ; জীবন সম্মন্ধে যার অগাধ পান্ডিত্ব তিনি আত্ব হনন করি হতে পারেন না ! নির্মোহ আত্ব হননের পূর্ব গামী নয় বরং জীবন যাপন অধিকতর ভালোবাসায় বিচরণ ! তোমাকে তাই ডাকে নক্ষত্ররা বলে আয় অমরত্ব নিবি ?
অনু অতি অব ক্ষুদ্র তাই দেয় প্রেরণা ; তা একটু একটু উবে গবে হবে ; এসো না করি গবেষণা ! ছাগলের তিন নম্বর বাচ্চা নাকো ; আমরা অপরূপ অজন্তা ; গুহা নয় কেবল ! একেবারে আস্ত কাবুলিওয়ালা ! থু ওয়াক থু আর না আর না !
কবি আমির খসরু বিবিকে শুধায় ; কোথায় ও কোনদিন জামাতি এমপি নাই ছিল না ! উহা পল্টি মিডিয়ার বানানো ! উনি গাছের টাও খান তলার তাও কুড়ান ! ব্যবসা ভালই বাবা ও গড়াতেন পুত্র ও গরান শিশু পুত্র এই যা ! হাজার হোক দেশী দশ ই তো !
অত মানুষ লাগেনারে মন ; সময় বড় কম ! সোনার বাংলায় শোনার মানুষ আছে হরেক রকম ! দরবেশ ভৈরব কয় যারা ছিল মনের মানুষ কোথায় মিলেইয়া গেল সকাল সকাল চইলা গেল একলা পরে রই !