- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ভাবনা গুলো পিছ ছাড়েনা
আয় না কিছু নতুন করি ; ভাবনা চিন্তা চিত্র কথা !
হোকনা শুধু কথকতা কিংবা তাহা গল্প গাথা !
ঐতিহ্য তো মন্দ নয় ছিল তাতে গভীরতা !
হালকা কিবা চটুলতা ; বলছিনা তা দরকারিনা !
জীবন তাতো অনন্তনা ; আগামী তো আসবে জানি !
ভাবনা তাদের তীক্ষ্ণ মানি তাইত তাদের ভাবি গুনি !
ধর্ম কর্ম যাই বলনা সত্য কিন্তু সেই একখানা !
বিশ্ব অনেক এগিয়েছে ফকির লালন পুরননা !
তাবত মুনি ভাবছে আজও লোকটা তবে হাল্কাত না !
দিব্য জ্ঞান মোদের ছিল আরো ছিল অনেক জনা !
সিদ্ধার্ত কে মনে পরে ? করত কি সে বাচাল পনা ?
কাওকে আমরা ফেল্বনাত ভক্তি করি সব ভাবনা !
উচু নিচু বিভেদ করব ? আমরা কে তার তাই ভাবিনা !
বিচার করার আমি কে বল ? আছেন তিনি মিথ্থা তো না !
সত্য মিথ্থা সবি আছে ভাববো সবি বাদ রবেনা !
তুমি আমি সে কোনজনা সবি যাবে কেউ থাকেনা !
আদি অন্ত সব ভাবনা স্রষ্ঠা সৃষ্টি এক কথা না !
আমায় কেহ ভুল বুঝো না !
আমি শুধু সেই একজনা অনেক মাঝে কে বুঝি না !
সবার আছে ভাবনা জানি কেউ লেখে ; কেউ লেখে না !!
জাহিদ ডাক্তার , ঢাকা ,২৯ জুলাই ,২০১২ খ্রি :
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন