মুক্তি যোদ্ধা পরিবার
হুমায়ূন আহমেদ ও তার পরিবার !
পিতা ছিলেন মুক্তি যোদ্ধা ; পুলিশের অফিসার !
মাতা ছিলেন দুর্নিবার ; লক্ষ ছিল ঠিক তার !
স্বামী তার শহীদ হলে ; না করেন হাহাকার !
গড়েদেন দেশ সেরা ; মুক্তি যোদ্ধা পরিবার !
বাংলায় গল্প বাংলায় গায় গান ;
বাংলায় বিজ্ঞান বাংলায় পান মান !
কেমনে পাব আর ভাষার এত কারিগর ?
স্বাধীনতা সংগ্রামে বাবা বলি ক'জনার ?
তিন ভাই তিন হাতে ; একজন ছবি আঁকে !
এক ভাই দৃঢ় হাতে মিশে যান সবটাতে !
এক ভাই কাল জয়ী ; ছিলেন দেশের মধ্যমনি !
মুজিবের পরে সে ; বাংলার শিরোমনি !
তুই হলি রাজাকার !
এ কথা ছিল কার ?
জাতি যখন নিশ্চুপ ;বুক ভরা হাহকার !
লিখে দিয়ে বড় ভাই ; স্বাধীনতার ক্ষয় নয় ; জয় জয় জয়কার !
আশা ছিল ; আছে আশা !
ভাই তার আরো আছে ; নয় তারা জলে ভাষা !
দুই ভাই মিলে দেখো ; বাকি কাজ করবে !
আমরা মরি নাই ; আছি আজও দেখব !
আজ হোক কাল হোক ; দেশ মোরা গড়ব !!
জাহিদ ডাক্তার , ২১ শে জুলাই , ২০১২ খ্রি :
হুমায়ূন আহমেদ ও তার পরিবার !
পিতা ছিলেন মুক্তি যোদ্ধা ; পুলিশের অফিসার !
মাতা ছিলেন দুর্নিবার ; লক্ষ ছিল ঠিক তার !
স্বামী তার শহীদ হলে ; না করেন হাহাকার !
গড়েদেন দেশ সেরা ; মুক্তি যোদ্ধা পরিবার !
বাংলায় গল্প বাংলায় গায় গান ;
বাংলায় বিজ্ঞান বাংলায় পান মান !
কেমনে পাব আর ভাষার এত কারিগর ?
স্বাধীনতা সংগ্রামে বাবা বলি ক'জনার ?
তিন ভাই তিন হাতে ; একজন ছবি আঁকে !
এক ভাই দৃঢ় হাতে মিশে যান সবটাতে !
এক ভাই কাল জয়ী ; ছিলেন দেশের মধ্যমনি !
মুজিবের পরে সে ; বাংলার শিরোমনি !
তুই হলি রাজাকার !
এ কথা ছিল কার ?
জাতি যখন নিশ্চুপ ;বুক ভরা হাহকার !
লিখে দিয়ে বড় ভাই ; স্বাধীনতার ক্ষয় নয় ; জয় জয় জয়কার !
আশা ছিল ; আছে আশা !
ভাই তার আরো আছে ; নয় তারা জলে ভাষা !
দুই ভাই মিলে দেখো ; বাকি কাজ করবে !
আমরা মরি নাই ; আছি আজও দেখব !
আজ হোক কাল হোক ; দেশ মোরা গড়ব !!
জাহিদ ডাক্তার , ২১ শে জুলাই , ২০১২ খ্রি :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন