বারো বিভ্রাট
( ফাহমিদাকে )
আস্ত একটা মুস্কিল ভাই
দেশকে ভালোবাসে
রাজনীতি বর্জিতে চায়
দেশটা বুঝি গায়েবে পায়
ছাগল আর রাম ছাগলে
একটা মিল আছে
একটা থাকে আসমানে
অপরটা তার পাছে !
বারোয় মরতে এসে বারো
বারোয় বিভ্রাট
রাম ছাগল দেশ পায়
বিকোয় স্বপ্নের হাট !
জাহিদ ডাক্তার ঢাকা ১২ ই ডিসেম্বর ২০১২ খ্রি :
( ফাহমিদাকে )
আস্ত একটা মুস্কিল ভাই
দেশকে ভালোবাসে
রাজনীতি বর্জিতে চায়
দেশটা বুঝি গায়েবে পায়
ছাগল আর রাম ছাগলে
একটা মিল আছে
একটা থাকে আসমানে
অপরটা তার পাছে !
বারোয় মরতে এসে বারো
বারোয় বিভ্রাট
রাম ছাগল দেশ পায়
বিকোয় স্বপ্নের হাট !
জাহিদ ডাক্তার ঢাকা ১২ ই ডিসেম্বর ২০১২ খ্রি :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন