আয় ফিরে আয় ঋদয় আঙিনায়

২০১২ সাল একটু আগে শেষ হয়ে গেল ! আমাদের মেডিকেল কলেজের সুবর্ণ জয়ন্তী শেষ করে আজ আমিও ফিরলাম বয়সের হাফ সেঞ্চুরি পূর্ণ করে ! সততি একটা স্বপ্নের মত কদিন কাটালাম বেশ কিছু সময় ধরে আশেপাশে শুধু চেনা মুখ মধুর কথা চিত্কার চেচামেচি গান ! একটা লম্বা সময় ধরে গান আর গান আর ছবি তোলা ! অনেক ভালো লাগলো অনেককে পেয়ে আবার একটু কষ্ট হলো খুব চেনা অনেককে না দেখে ! ২০১৩একটু অপয়া তাই মনে মনে ভাবছি খুব ভালো কাটবে সবার আমি তাই চাই !
শুভো হোক সবার ১২১৩ খ্রি :

জাহিদ ডাক্তার ১ লা জানুয়ারী ২০১২ খ্রি:
আয় ফিরে আয় ঋদয় আঙিনায় ২০১২ সাল একটু আগে শেষ হয়ে গেল ! আমাদের মেডিকেল কলেজের সুবর্ণ জয়ন্তী শেষ করে আজ আমিও ফিরলাম বয়সের হাফ সেঞ্চুরি পূর্ণ করে ! সততি একটা স্বপ্নের মত কদিন কাটালাম বেশ কিছু সময় ধরে আশেপাশে শুধু চেনা মুখ মধুর কথা চিত্কার চেচামেচি গান ! একটা লম্বা সময় ধরে গান আর গান আর ছবি তোলা ! অনেক ভালো লাগলো অনেককে পেয়ে আবার একটু কষ্ট হলো খুব চেনা অনেককে না দেখে ! ২০১৩একটু অপয়া তাই মনে মনে ভাবছি খুব ভালো কাটবে সবার আমি তাই চাই ! শুভো হোক সবার ১২১৩ খ্রি :জাহিদ ডাক্তার ১ লা জানুয়ারী ২০১২ খ্রি:


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poltitubeinternational