Bangladesh
ওদের ; বাসে চড়তে হয়না
ওরা অবরোধ দিয়ে হায়েনার মত
তাকিয়ে থাকে পাকিদের পানে
কখন আসবে তারা বসাবে মসনদে !
কখন জলবে বাস
পুড়বে মানুষ ; ক্ষমতার লেলিহানে
নতুন তত্ব এলো এই এই ধরাধামে
অঙ্গারে সূচী হবে আস্তিকের মসনদে !
জ্বলে দেশ জ্বলে আগুন চলন্ত বাসে
পিপিলিকার পাখা হয় ধর্মের লেবাসে !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন