সবাই কাব্য করে কথা লেখে কবি হতে মনে হয় সাধ জাগে ! কবিরা বৈষয়িক হয় দেখেছো আগে ? এখানে কবিরা বিষয়িক কেবল কবিতা লেখে অবসরে ! কবি ছিল ভৈরব সাধু কাব্য করতো জলে ; জলেস্বরীতেও এক কবি ছিল গেলো বছর মারা গেলো ! কবিরা এখন কাব্য করতে ভয় পায় আগের কবিরা সাহসী ছিল ভগবান বুকেও একে দিত পদ চিন্হ ! তখন কবিরা ভালোবাসতো মাতৃভূমি মায়ের মত ; এখনকার কবিরা প্রায়ই প্রবাসী চেরী ফুলের লোভে ! প্রান্তরে তাই রাঁধা আর কৃষ্ণচূড়া জড়াজড়ি করে নিলজ্জ্য হয়ে ! কি করবে কবি যে নাই দেশে সবাই সবুজ বইয়ের লোভে সবুজ আঙিনা ছাড়ে যায় অতলান্তিক পাড়ে !..........ভৈরব সাধু
রয়েল বেঙ্গল অভয়রণ্য আবার একটা দ্বীপ ও জেগে উঠলো বাড়ির পাশে আমাদের আর ঠেকায় কে ; বাঘ পালন করবো নতুন দ্বীপে রয়েল বেঙ্গল অভয়রণ্য , বঙ্গবন্ধু দ্বীপে !
নিনাদ লুব্য্বভিক আমার বহু পুরানো ফেসবুক বন্ধু , জীবনে আমার কোন ছবি লেখাতে তিনি লাইক কমেন্ট করেননি ! অনেকদিন তাঁর কোন পোস্ট ও দেখছিলাম না সে যে আমার উরোপিয়ান বন্ধু তাই তাঁকে বন্ধুর খাতা থেকে নাম ও কাটিনি ; খাঁটি ইউরোপীয় যৌন দৃষ্টিভঙ্গির প্রতিভূ হিসাবে তাঁকে আমার ভালোলাগতো ! পৃথিবীর প্রায় সকল যৌন ষ্টার তাঁর বন্ধু ! মদ মাতাল বন্ধু আমার মরে গেছে ভেবেছিলাম , বয়স অনেক হয়েছে তাঁর ; প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মত তাঁর ও প্রিয় বিষয় যৌনতা সেই সব দেশে আমার ও অনেক বন্ধু আত্বীয় বাস করেন ; ভাবলাম ওরা যদি স্বশরীরে ওই সব দেশে বাস করতে পারেন আমি একজন ফেসবুক বন্ধু হিসাবে কেন রাখতে পারবোনা !..............সময় নাই পরে লিখবো ! ......( চলবে )
না না না
উত্তরমুছুনবাঙলা ছাড়বো না !
যত বিপদ আসুক
হাল ছাড়বো না !!
Yes we habe won !
উত্তরমুছুন