"শাহবাগ ঘুমায় না
শাহবাগ জেগে রয় "
আমার বন্ধু রাশেদ !
সিনেমা চলছে
মুক্তিযুদ্ধে শহীদ পিতার পুত্র
মুহাম্মদ জাফর ইকবালের লেখা বই !
চলছে জাদুঘরের মূল গেটের সামনে
আমি আমার হতাশ বিপ্লবী বন্ধুদের
প্রবোধ দেই -
যে দেশে শহীদ জননী জাহানার ইমামকে
দেশদ্রোহী মামলা মুকাবেলা করতে হয়েছে
সে দেশে ওদের কল্যাণে
আমরা জাদুঘরের সামনে বসে
রাজাকারদের ফাঁসির কথা
বলতে পারছি
অনেক আশাপ্রদ ঘটনা না ?
আবার স্লোগান -
"শাহবাগ জেগে রয়
শাহবাগ ঘুমায় না !"
তাইত আজও বেচে থাকি
আশায় থাকি
যুদ্ধাপরাধীদের ফাঁসি হবে
খুব বেশি দেরি নাই !
জাহিদ ডাক্তার
২০ শে ফেব্রুয়ারী ২০১৩ সাল
শাহবাগ জেগে রয় "
আমার বন্ধু রাশেদ !
সিনেমা চলছে
মুক্তিযুদ্ধে শহীদ পিতার পুত্র
মুহাম্মদ জাফর ইকবালের লেখা বই !
চলছে জাদুঘরের মূল গেটের সামনে
আমি আমার হতাশ বিপ্লবী বন্ধুদের
প্রবোধ দেই -
যে দেশে শহীদ জননী জাহানার ইমামকে
দেশদ্রোহী মামলা মুকাবেলা করতে হয়েছে
সে দেশে ওদের কল্যাণে
আমরা জাদুঘরের সামনে বসে
রাজাকারদের ফাঁসির কথা
বলতে পারছি
অনেক আশাপ্রদ ঘটনা না ?
আবার স্লোগান -
"শাহবাগ জেগে রয়
শাহবাগ ঘুমায় না !"
তাইত আজও বেচে থাকি
আশায় থাকি
যুদ্ধাপরাধীদের ফাঁসি হবে
খুব বেশি দেরি নাই !
জাহিদ ডাক্তার
২০ শে ফেব্রুয়ারী ২০১৩ সাল
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন