অন্ধ আইন
ও ডাক্তার
আমার মায়ের মৃত্যু সনদ দাও
ওরা বিশ্বাস করতে পারছেননা
১০ ই জানুয়ারী ২০০৫ তিনি
মর্তলোক ত্যাগ করেছেন
তিনি পূত্রহীন ভ্রাতার উত্তরাধিকার
আর গ্রহণ করতে রাজি নয় !
যেমন কিছুতেই রাজিকরানো যায়নি
বঙ্গবন্ধুকে !
আমাদের প্রতিবাদী
শাহবাগ স্কুয়ারে আসতে !
যে জাতির জন্য জীবন উত্সর্গ করেছেন
তাদের শত আহ্বানে
শত প্রয়োজনে আর তিনি আসবেন না !
৩২ নম্বরের উত্তরাধিকার প্রমানে
তার ডেথ সার্টিফিকেটের প্রয়োজন নাই
টুঙ্গিপাড়ায় সমাধিস্ত করতেও লাগেনি
কোনো ডেথ সার্টিফিকেট পাওয়াওযায়নি !
সেই অভিমানে
অন্ধ আদালতে তিনি যাবেননা
তোমাদের দরকার হলে নিয়ে আস !
সাক্ষী কেবল তরুলতা
যারা বেরেউঠেছে সেই জীবাশ্বরসে
যারা প্রতারণা করেনা
যারা জানেনা মিথ্যা বলা
জীবনের ঋণ শোধ করে জীবন দিয়ে
তারা বেড়ে ওঠে মাতৃভূমির মাটিতে
তারা মাটির বিপক্ষে দাড়ায়না
শত লাঞ্ছনা গঞ্জনা শোয়ে নির্বাক !
ও ডাক্তার
তুমি আমার মায়ের মৃত্যু সনদ দাও
উত্তরাধিকারীদের বড় দরকার !
জাহিদ ডাক্তার
সাভার ৮ ই ফেব্রুয়ারী ২০১৩ সাল
ও ডাক্তার
আমার মায়ের মৃত্যু সনদ দাও
ওরা বিশ্বাস করতে পারছেননা
১০ ই জানুয়ারী ২০০৫ তিনি
মর্তলোক ত্যাগ করেছেন
তিনি পূত্রহীন ভ্রাতার উত্তরাধিকার
আর গ্রহণ করতে রাজি নয় !
যেমন কিছুতেই রাজিকরানো যায়নি
বঙ্গবন্ধুকে !
আমাদের প্রতিবাদী
শাহবাগ স্কুয়ারে আসতে !
যে জাতির জন্য জীবন উত্সর্গ করেছেন
তাদের শত আহ্বানে
শত প্রয়োজনে আর তিনি আসবেন না !
৩২ নম্বরের উত্তরাধিকার প্রমানে
তার ডেথ সার্টিফিকেটের প্রয়োজন নাই
টুঙ্গিপাড়ায় সমাধিস্ত করতেও লাগেনি
কোনো ডেথ সার্টিফিকেট পাওয়াওযায়নি !
সেই অভিমানে
অন্ধ আদালতে তিনি যাবেননা
তোমাদের দরকার হলে নিয়ে আস !
সাক্ষী কেবল তরুলতা
যারা বেরেউঠেছে সেই জীবাশ্বরসে
যারা প্রতারণা করেনা
যারা জানেনা মিথ্যা বলা
জীবনের ঋণ শোধ করে জীবন দিয়ে
তারা বেড়ে ওঠে মাতৃভূমির মাটিতে
তারা মাটির বিপক্ষে দাড়ায়না
শত লাঞ্ছনা গঞ্জনা শোয়ে নির্বাক !
ও ডাক্তার
তুমি আমার মায়ের মৃত্যু সনদ দাও
উত্তরাধিকারীদের বড় দরকার !
জাহিদ ডাক্তার
সাভার ৮ ই ফেব্রুয়ারী ২০১৩ সাল
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন