বাংলাদেশ

এই পতাকার পরিচয়
আমার সবথেকে বড় গর্ব
যা আমাকে দিয়েছে
শহীদ মুক্তিযোদ্ধারা
ধর্ষিতা বীরাঙ্গনারা !

আমি তাঁদের হত্যাকারীদের
বিচার চাই
চাই ফাসি !

আমার সাথী স্বজন
তোমরা ছুটে আস
দলে দলে !

এমন সময় সুযোগ
আর নাও আসতে পারে
ওদের অনেক টাকা
টাকা দিয়ে বিচার কিনতে চেষ্টা করবে
৪০ বছর ঠেকিয়ে রেখেছে তা !

আর নয় !

কদিন পর বলতে পারে
দেশটা ওরা ছিনিয়ে এনেছে
মুক্তি যোদ্ধাদের কাছ থেকে
আমরা সে সুযোগ দিবনা
কিছুতেই না
আমরা ওদের ফাসি চাই
আমরা ধর্ষকদের অপরাধের
সাজা এবার দেখতে চাই !


জাহিদ ডাক্তার
শাহবাগ , ঢাকা
৭ ই ফেব্রুয়ারী ২০১৩ সাল


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poltitubeinternational