I nation born with a group of anti liberation force ! 43 yr struggling against national & international conspiracy ! Now we started our unfinished work against war criminals !
প্রেম বিষয়ক পক্ষী প্রেমিক বৃক্ষ প্রেমী প্রেম গলার মালা ! কৃষ্ণ ছিলেন রাধা প্রেমী করত লীলা খেলা ! শিরির প্রেমে ফরহাদ নাকি ছিলেন দেওয়ানা ! লাইলী প্রেমে মজনু নাকি ছেড়ে ছিলেন পাঠ ! চন্ডি দাস আর রজকিনী নিতেন প্রেমের পাঠ ! প্রেম করেছেন ইউছুফ নবী জুলেখার সনে ! রামের প্রেমে সীতা নাকি গিয়েছিলেন বনে ! এত শত প্রেম কাহিনী মোদের যখন জানা ! কেমন করে করব মোরা প্রেম করিতে মানা ? রাজাকারে প্রেম করত পাকি সেনার সনে ! আজও আছে তাদের প্রেমিক আছে ঘরের কোনে ! দেশ প্রেমিক আছে নাকি মোদের দেশে ভাই ? থাকলে তবে আমরা কেন অন্য দেশে যাই ? প্রেমিক ছিল নির নাকি হেলেন প্রেমিক তাই ! ট্রয় নগরী ধংশ হয়ে হলো শেষে ছাই ! বিশ্ব প্রেমিক শাহজাহান নুরজাহানের তরে ! সাদা পাথর দিয়ে যে তাই তাজমহল গড়ে ! দেশো প্রেমিক বলতে বুঝি মুক্তি সেনা যারা ! প্রাণ দিয়েছেন দেশের তরে টাকা পয়সা ছাড়া ! টাকা প্রেমিক প্রেমিক বটে ভালবাসা ছাড়া ! চুরি করে আজও অনেক আছেন দেশ ছাড়া ! ঘুষ চাহিয়া আবুল নাকি গেছেন এবার ফেসে ! অমন অনেক ঘুষ খোর দিব্বি আছেন দেশে ! ঘুষ খোর দেশ প্রেমে থাকে যদি মানা ! কালো টাকা সাদা করে তারা কাদের ছানা ! ...
তেতুল ও আমি গাছ নয় ; বাস ভর্তি তেতুল কপ্টার সফির কথা ; তুলল ! মানুষ নয় জিন ; করোটিতে ! মনে মনে শুধায় জিহবা শুস্ক কেন ? পুরুষত্ব নাই ? এত তেতুল তবুও নিশ্চুপ দেহে ! বলি আনমনে - লেলিহান শিখা আস্ছে ধেয়ে বাস ভর্তি মানুষ তেতুল নহে কামুক ভন্ড ; ধর্ম কহে !
মুখের কথায় চিড়া ভেজেনা !! তালিত ভাই বাজেনা ! সাদা কিন্তু গেরুয়া না ! সব মালিক সাদা না ! সাংবাদিকরা একনা ! জাতীয় করণ ভালো না ! উর্দি কিন্তু ; বসে না ! দোহাই ওদের ডাকিবিনা ! হাহাকার ভালো না ! তোর ছেলেও সত না ! কয় যুগ দেকছি না ! এসবত আজ নতুন না ! চিন্তা করে দেখুন না ! এক সাথে বসুন না ! লেখ্লেন্ত কমনা ! কাজতো অত সোজা না ! করুন একটু ভাবনা ! মেয়েটা এতিম না ? পক্ষ কিন্তু একটা না ! শিক্ষা কিন্তু হয়না ! ধর্ম একটা বর্ম না ? পালন করতে দাওনা ! নিজের কাজ করনা ! রেখে সব বাহানা ! রাজনীতি সহজ না ! ভোট ই তো সবনা ! আমি কিন্তু হতাশ না ! দেশত কারো একার না ! নির্বাচন আসুক না ! হরতাল সবে চায়না ! বয়স তো আর কমে না ! চুরি করা পুন্নি না ! ঘুষ খায় কে না ? আমায় একজন দেখাও না ! কথা আর বলব না ! আমার দেশ খারপ না ! দেশ আমি ছাড়বনা ! কোনো বাহানা শুনবনা ! সময় একটু দাওনা ! অত কথা বলনা ! আমরা কিন্তু অবুজ না ! রাজাকারদের ছাড়বনা ! এই কাজ বাকি রাখবোনা ! ধরি তোদের হাত পা ! ওরা দেশের বন্ধু না ! বিচার করাও সহজ না ! দেশ প্রেমিক সবাই না ! সবাই আবার মানুষ না ! এখন আর কথা না ! আমায় ভুল বুঝো না ! দেশ আমার বাপ মা !! জাহিদ ডাক্তা...
Good
উত্তরমুছুন