স্বাপ্নিক এক তরুণের বিদায় - প্রথম আলো
স্বাপ্নিক এক তরুণের বিদায় - প্রথম আলো ডলার আমার ছোট ভাই ! আমার বন্ধু হয়ে গিয়েছিল শেষে ! মামুন তমিজদের মাধ্যমে পরিচয় ! একবার সিলেটে বেড়াতে ও গেলে ; বন্ধুত্ব হয়ে যায় ! তার পর বাংলা একাডেমির ২১ শে মেলা ; ওর মোনালিসা প্রকাশনীতে আড্ডা ! তার পর প্রকাশনী ব্যবসা ছেড়ে দিলে যোগাযোগ বিছিন্ন ! অনেকদিন পর তাও ৫/৭ বছর ফোনে কথা হয় ; একদিন আবার যোগাযোগ বিছিন্ন ! মারা যাবার খবর শুনেছি ! মনে কষ্ট পেয়েছি ; দুর্ঘটনায় মৃত্যু ! মেনে নেয়া যায়না ! তবু নিয়তি ! অমোঘ ; ভালো থাকিস ! আনন্দে থাকিস ! পরপারে দেখা হবে নিশ্চয় ! জাহিদ ভাই ২৮/০৬/২০১২ খ্রি :