পরীজাই
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
পরীজাই
খাল বিল হাওর বাওর ; ছাতিম হিজোল !
সব কিছুই ছেড়ে দিলাম ; নে আমার কঙ্কাল সার দেহ !
আর কি চাই ? নদী নালা নিকানো উঠান ?
যা ছিল উত্তরাধিকার ! হারিয়েছি সব গন্ডগোলে !
পুত্র কননা সমেত পুত্র বধু ; গিয়াছে পরবাসে ! শীতল পরশে ;
তবু তুই আয় ! লাগেনা ; লাগিবেনা কোনো পাসপোর্ট ভিসা তোর !
আদিগন্ত জলাভূমি শস্য ক্ষেত ; অভয়ারণ্য !
এ সব এখন তোমাদের তরে ! নদীতেও নাই কোনো বাধ ;
ধলেশ্বরী যমুনা পদ্মা ! ইছামতি ফসলের ক্ষেত ; সব সব !
সাভারের লাল মাটি ; মুক্তির সরোবর ! উন্মুক্ত ;
কথাও কেউ বধিবার নাই ! অনেক কষ্টে সব কিছু করেছি মুক্ত ;
শুধু তোমার তরে ; পরীজাই বন্ধু আমার !
এই বার শীতে ; সাইবেরিয়া আলাস্কা কথাও পাবেনা তুমি !
কাম বা বংশ বিস্তারের স্বাদ ; কাঠাল জাম অশোক শাখা !
হোক শুধু তোমার আবাস ; নীর !
আমরা সব ; অতন্দ্র প্রহরী ! ম্যান গ্রোভ ফরেস্ট ;
কোথায় থাকবে তুমি ; একবার বল !
সৈকতে পতিব মোরা ; বালির ফরাস !
গানচিল আর গাঙ্গচিলেরা গাহিবে কোরাস ;
রক্তের দামে কেনা ; এ জলাভূমি !
কেমনে ভেরাব ; তার সপ্ত তরী ?
লাখ লাখ শহীদ মোর ; অগ্রজ জ্যো তি !
কেবল মোরা কোলাহলরত; উত্তরাধিকার !
হায়েনা সাপদ ; আজ ও দেখো ! উদ্ধত ;
রমনীর চুলে ! আজও বাধে বাসা ;
কত ছলে ; জলে !
ভয় নাই ; আর নয় ! আর নয় ;
কাঙ্গালের জয় ; কভু রুখিবার নয় !
বলাকা , মুক্ত আকাশ , বাংলাদেশ ৬ ই জুন ২০১২ সাল
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন