বলাকা
তোমায় ঠাকুর গল্প বলি !
গাছে চাই ফুটুক কলি ;কথা গুলি কাব্যে বলি !
আতুরে মধু পেলে ? কথা হয় মিষ্টি ভারী !
ভেবনা আমি বলি ;কথাটার চলন ভারী !
আজ ভরা মধু মাসে ; যদি ওরা উঠত হেসে !
পিপিলিকা পায়ে পিষে ! ডানা মেলে উরত মেঘে !!
মেঘেদের দোষ কি বল ?
মিলনের সময় পেল ?অতুরেই অনাথ হলো !
পাখা ফেলে ;নুলো পায়ে !
হাটে তাই ; উড়া ফেলে !
কে পিতা ,কে তার মাতা ! তাল গোল পাকিয়ে গেল !
তবু ভালো ;বেচে আছি !
নইলে উড়তে চাওয়া ; পাখা কি হাতের মোয়া ?
চিত কাত ;হয়ে শোয়া !
জলেতে তেল মেশেনা ! ঘন আর পাতলা বলে !
ময়ূরে পেখম মেলে ; না না না এই হেথা না !
ওরা কেউ জাত মানেনা ;ধর্মের ধার ধরেনা !
আর কত সইতে বল !
বেলা যে অনেক হলো ;
এবারে ঘন্টা আন বিড়ালের কন্ঠে বাধ !
কি বল ? বাঘের মাসি !
তা হলে বাজাও বাসী !
জব দিয়ে মুরগি খাসি !
আর তবে ওদের তরে ;করনা সময় বাসী !
শেষ বেলা ;একটু কাশি !হালটা ধর হাসি !
মাতা কন ; একাদশী !
রাখো সব ; পচা বাসী !
৮ ই জুনে ২০১২ খ্রি :
তোমায় ঠাকুর গল্প বলি !
গাছে চাই ফুটুক কলি ;কথা গুলি কাব্যে বলি !
আতুরে মধু পেলে ? কথা হয় মিষ্টি ভারী !
ভেবনা আমি বলি ;কথাটার চলন ভারী !
আজ ভরা মধু মাসে ; যদি ওরা উঠত হেসে !
পিপিলিকা পায়ে পিষে ! ডানা মেলে উরত মেঘে !!
মেঘেদের দোষ কি বল ?
মিলনের সময় পেল ?অতুরেই অনাথ হলো !
পাখা ফেলে ;নুলো পায়ে !
হাটে তাই ; উড়া ফেলে !
কে পিতা ,কে তার মাতা ! তাল গোল পাকিয়ে গেল !
তবু ভালো ;বেচে আছি !
নইলে উড়তে চাওয়া ; পাখা কি হাতের মোয়া ?
চিত কাত ;হয়ে শোয়া !
জলেতে তেল মেশেনা ! ঘন আর পাতলা বলে !
ময়ূরে পেখম মেলে ; না না না এই হেথা না !
ওরা কেউ জাত মানেনা ;ধর্মের ধার ধরেনা !
আর কত সইতে বল !
বেলা যে অনেক হলো ;
এবারে ঘন্টা আন বিড়ালের কন্ঠে বাধ !
কি বল ? বাঘের মাসি !
তা হলে বাজাও বাসী !
জব দিয়ে মুরগি খাসি !
আর তবে ওদের তরে ;করনা সময় বাসী !
শেষ বেলা ;একটু কাশি !হালটা ধর হাসি !
মাতা কন ; একাদশী !
রাখো সব ; পচা বাসী !
৮ ই জুনে ২০১২ খ্রি :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন