আলবাট্রস

স্বপ্ন ডানায় ভর করে ; ফিরে আয় মনপাখি !
পদ্মায় তোর মননাই জানি ; তুই সাগরের পাখি !
যমুনার রং এ রং তাই তোর ; ঋদয় ভরা দুঃখ মানি !

সেই কবে দেখা !
বঙ্গের উপকূলে ; শ্রাবনের চাদ ডাকিবে আবার !
তৃণ ভোজী সবে ; প্রতিক্ষা তাহার !
যদি দেখা হয় ; নিচ্চুপ কোনো তটে !

লালন হাসন ঋদয় যাহার ; মরুতে কেমনে মজে ?
হজরত আজি ; শংকায় ! কাদে ,হাসে ; পুত্র জায়ার মাঝে !
আয় ফিরে আয় ; অবলা পাখি !
পরান পাখির খোজে !!

জাহিদ ডাক্তার , ভুলতা , নারায়নগঞ্জ ২১ শে জুন ,২০১২ খ্রি :
ছবি : সংগ্রহিত !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poltitubeinternational