বর্ষা তুমি শ্রাবনে
( বিপ্লব দে বন্ধু বরেষু )
মহড়া তোমার আজিকি হলো শুরু ?
ভক্ত তোমার ; আমি তো নয় ! ছিলেন কবি গুরু !
আমার কি স্পর্ধা বল ; চোখের জলেই নাকাল আমি !
গর্জন শুনে ; বুক দুরু দুরু !
কই মৃদঙ্গ ? মাধবী কুঞ্জ ; ভরুক তোমার বাসরে !
আষার শ্রাবন যুগল বন্দী ; অনুরাগে তাই গিরি পথ ধরে !
আমরা চাতক প্রার্থনা ছাড়া ;
আগাম বার্তা , মেঘ ঘনঘটা !
কেমনে বরিব তোমারে !
ভেজাও আমার তপ্ত বক্ষ ; শ্রম ক্লান্ত বন্ধুরা মোর !
প্রতিক্ষা প্রহর ; কাদে তরু ছায় তব ; বিরহে !
শ্রাবনে নয় ; আষারেই ঝর !
মোর অখি জল করে ছল ছল তব আগমন প্রহরে !!
জাহিদ ডাক্তার , বর্ষা -১ /১৫ ই জুন ২০১২ খ্রি :ঢাকা
( বিপ্লব দে বন্ধু বরেষু )
মহড়া তোমার আজিকি হলো শুরু ?
ভক্ত তোমার ; আমি তো নয় ! ছিলেন কবি গুরু !
আমার কি স্পর্ধা বল ; চোখের জলেই নাকাল আমি !
গর্জন শুনে ; বুক দুরু দুরু !
কই মৃদঙ্গ ? মাধবী কুঞ্জ ; ভরুক তোমার বাসরে !
আষার শ্রাবন যুগল বন্দী ; অনুরাগে তাই গিরি পথ ধরে !
আমরা চাতক প্রার্থনা ছাড়া ;
আগাম বার্তা , মেঘ ঘনঘটা !
কেমনে বরিব তোমারে !
ভেজাও আমার তপ্ত বক্ষ ; শ্রম ক্লান্ত বন্ধুরা মোর !
প্রতিক্ষা প্রহর ; কাদে তরু ছায় তব ; বিরহে !
শ্রাবনে নয় ; আষারেই ঝর !
মোর অখি জল করে ছল ছল তব আগমন প্রহরে !!
জাহিদ ডাক্তার , বর্ষা -১ /১৫ ই জুন ২০১২ খ্রি :ঢাকা
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন