পোস্টগুলি

ফেব্রুয়ারী, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে
আমাদের ঐক্য আমাদের জয় " তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠায় অবিচল থাকিও যদি তা তোমার পিতা মাতা কিংবা আত্তীয় স্বজনের বিরুদ্ধেও যায় " এই কথা গুলি সবার জানা আছে বিশেষ করে যারা ধর্ম সম্মন্ধে বেশি জানেন তাদের নিশ্চই মনে করিয়ে দেয়ার দরকার হবে না! বিচার পাওয়া মানুষের মৌলিক অধিকার যে সমাজে সুবিচার নিশ্চিত করা যায়না তাকে কখনো আধুনিক তো নয়ই মোটেই সভ্য সমাজ বলা যায়না ! দেশকে সমৃদ্ধশালী দেখতে চাইলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার সর্বাত্বক চেষ্টা করে যেতে হবে নিরন্তর একটুও ছাড় দেয়া চলবে না ! আমাদের প্রানপ্রিয় মাতৃভূমি স্বাধীন করতে যাদের প্রাণ বিসর্জন দিতে হয়েছে তারা আর যারা পাকিদের হাতে ; তাদের দোসর রাজাকারদের হাতে হয়েছেন লাঞ্ছিত তারা অনেকেই হয়ত আজ বেচে নেই ; তাদের আত্বা চেয়ে আছে আমাদের পানে ! শহীদের আত্মার মৃত্যু নেই তারা অমর আর আমরা যারা বেচে আছি তাদের উপর বর্তেছে সেই খুনি ধর্ষকদের বিচারের পথ সুগম রাখার ঐতিহাসিক দ্বায়িত্ব ! আমরা সেই ন্যায় বিচারের পরিবেশ নিশ্চিত না করতে পারলে আমদের উত্তর প্রজন্ম তা করে দেখাবে শাহবাগের আন্দোলন তারই ইংগিত করে ! ৪২ বছর পর সেই সুযোগ এসেছে আমাদে
http://www.facebook.com/zahiduzzaman.zahid/posts/4587014109463:0
ছবি
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আজ সন্ধা ৭ টায় যেখানেই থাকুন একটি মোমবাতি জ্বালান ! বিপ্লবী শুভেচ্ছা সহ ! অ্যাডমিন
ছবি
"শাহবাগ ঘুমায় না শাহবাগ জেগে রয় " আমার বন্ধু রাশেদ ! সিনেমা চলছে মুক্তিযুদ্ধে শহীদ পিতার পুত্র মুহাম্মদ জাফর ইকবালের লেখা বই ! চলছে জাদুঘরের মূল গেটের সামনে আমি আমার হতাশ বিপ্লবী বন্ধুদের প্রবোধ দেই - যে দেশে শহীদ জননী জাহানার ইমামকে দেশদ্রোহী মামলা মুকাবেলা করতে হয়েছে সে দেশে ওদের কল্যাণে আমরা জাদুঘরের সামনে বসে রাজাকারদের ফাঁসির কথা বলতে পারছি অনেক আশাপ্রদ ঘটনা না ? আবার স্লোগান - "শাহবাগ জেগে রয় শাহবাগ ঘুমায় না !" তাইত আজও বেচে থাকি আশায় থাকি যুদ্ধাপরাধীদের ফাঁসি হবে খুব বেশি দেরি নাই ! জাহিদ ডাক্তার ২০ শে ফেব্রুয়ারী ২০১৩ সাল
ছবি
শাহবাগ ঘুমায় না শাহবাগ জেগে রয় !
ছবি
নিষিদ্ধ করুন ধর্ম কে রাজনীতি থেকে বাদ না দিতে পারলে ধর্ম ব্যবসায় বিনিযোগ বাড়বে ধর্ম ব্যবসা নয় উপাসনার অনুভব ! সংবিধানে ধর্ম ভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা পুন:সংযোজন করুন ! ডাক্তার জাহিদ শাহবাগ চত্বর ১৬ ই ফেব্রুয়ারী ২০১৩ খ্রি :
অন্ধ আইন ও ডাক্তার আমার মায়ের মৃত্যু সনদ দাও ওরা বিশ্বাস করতে পারছেননা ১০ ই জানুয়ারী ২০০৫ তিনি মর্তলোক ত্যাগ করেছেন তিনি পূত্রহীন ভ্রাতার উত্তরাধিকার আর গ্রহণ করতে রাজি নয় ! যেমন কিছুতেই রাজিকরানো যায়নি বঙ্গবন্ধুকে ! আমাদের প্রতিবাদী শাহবাগ স্কুয়ারে আসতে ! যে জাতির জন্য জীবন উত্সর্গ করেছেন তাদের শত আহ্বানে শত প্রয়োজনে আর তিনি আসবেন না ! ৩২ নম্বরের উত্তরাধিকার প্রমানে তার ডেথ সার্টিফিকেটের প্রয়োজন নাই টুঙ্গিপাড়ায় সমাধিস্ত করতেও লাগেনি কোনো ডেথ সার্টিফিকেট পাওয়াওযায়নি ! সেই অভিমানে অন্ধ আদালতে তিনি যাবেননা তোমাদের দরকার হলে নিয়ে আস ! সাক্ষী কেবল তরুলতা যারা বেরেউঠেছে সেই জীবাশ্বরসে যারা প্রতারণা করেনা যারা জানেনা মিথ্যা বলা জীবনের ঋণ শোধ করে জীবন দিয়ে তারা বেড়ে ওঠে মাতৃভূমির মাটিতে তারা মাটির বিপক্ষে দাড়ায়না শত লাঞ্ছনা গঞ্জনা শোয়ে নির্বাক ! ও ডাক্তার তুমি আমার মায়ের মৃত্যু সনদ দাও উত্তরাধিকারীদের বড় দরকার ! জাহিদ ডাক্তার সাভার ৮ ই ফেব্রুয়ারী ২০১৩ সাল
ছবি
বাংলাদেশ এই পতাকার পরিচয় আমার সবথেকে বড় গর্ব যা আমাকে দিয়েছে শহীদ মুক্তিযোদ্ধারা ধর্ষিতা বীরাঙ্গনারা ! আমি তাঁদের হত্যাকারীদের বিচার চাই চাই ফাসি ! আমার সাথী স্বজন তোমরা ছুটে আস দলে দলে ! এমন সময় সুযোগ আর নাও আসতে পারে ওদের অনেক টাকা টাকা দিয়ে বিচার কিনতে চেষ্টা করবে ৪০ বছর ঠেকিয়ে রেখেছে তা ! আর নয় ! কদিন পর বলতে পারে দেশটা ওরা ছিনিয়ে এনেছে মুক্তি যোদ্ধাদের কাছ থেকে আমরা সে সুযোগ দিবনা কিছুতেই না আমরা ওদের ফাসি চাই আমরা ধর্ষকদের অপরাধের সাজা এবার দেখতে চাই ! জাহিদ ডাক্তার শাহবাগ , ঢাকা ৭ ই ফেব্রুয়ারী ২০১৩ সাল
ছবি
বই মেলা দাম মেলা ফেসবুকে লেখা সস্তা ও দীর্ঘস্থায়ী নাই কোনো তেলাতেলি না পরলেও ক্ষতি নাই নেট তো আনলিমিটেড বিল সেই একই ! এবার শুরু হলো ২১ শে ডিজিটাল লেখা মেলা চলবে সারা বেলা সকাল দুপুর সন্ধে বেলা বাংলা ব্লগে সারা বেলা ! জাহিদ ডাক্তার ২ রা ফেব্রুয়ারী ২০১৩ সাল
ছবি
ঘুম আমারও হয়না ঘুম ওষুদ খেলে ! ক্ষমতা পেতে জনতা খুন খুনি খেলাস হেগো খোদা এতোমার কোন বিধান ? জাহিদ ডাক্তার ৬ ই ফেব্রুয়ারী ২০১৩ সাল