poet

সবাই কাব্য করে কথা লেখে
কবি হতে মনে হয় সাধ জাগে !

কবিরা বৈষয়িক হয় দেখেছো আগে ?
এখানে কবিরা বিষয়িক
কেবল কবিতা লেখে অবসরে !

কবি ছিল ভৈরব সাধু
কাব্য করতো জলে ; জলেস্বরীতেও
এক কবি ছিল
গেলো বছর মারা গেলো !

কবিরা এখন কাব্য করতে ভয় পায়
আগের কবিরা সাহসী ছিল
ভগবান বুকেও একে দিত
পদ চিন্হ !

তখন কবিরা ভালোবাসতো মাতৃভূমি
মায়ের মত ; এখনকার কবিরা
প্রায়ই প্রবাসী চেরী ফুলের লোভে !
প্রান্তরে তাই রাঁধা আর কৃষ্ণচূড়া
জড়াজড়ি করে নিলজ্জ্য হয়ে !

কি করবে কবি যে নাই দেশে
সবাই সবুজ বইয়ের লোভে
সবুজ আঙিনা ছাড়ে
যায় অতলান্তিক পাড়ে !..........ভৈরব সাধু

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Early pregncy

মুক্তিযুদ্ধ