মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখান

স্বাধীনতার পর এই কথাটি কোনদিন শুনি নাই ! বঙ্গবন্ধু তাঁর ৭ ই মার্চের বক্তৃতায় প্রধান মন্ত্রিত্ব চাইনা বাংলার মানুষের অধিকার চাই বলেছিলেন তার পূর্বে পরে আর কেউ বলেছিলেন বলে স্মরণ করতে পারছিনা ! এমনকি ১৫ ই আগস্টের মর্মান্তিক ঘটনার পর তাঁর অনেক সহচর তাঁর রক্ত মাড়িয়ে মন্ত্রিত্ব গ্রহণ করেছিল বলে জানি ! জাতীয় চারনেতাদের কারাগারে কেন হত্যা করা হয়েছিল জানিনা তবে মন্ত্রিত্ব প্রত্যাখানের বেপারটি থাকতে পারে ! তারপর অনেক স্বৈরশাসক অনেক বর্ষিয়ান নেতাদেরও মন্ত্রিত্ব দিয়া খুশি করিয়া রাজনৈতিক নেতাদের প্রতি জনগনের আস্থা নষ্ট করতে সক্ষম হয়েছেন ! যদিও বর্তমান সরকার কোনো সামরিক সরকার নয় আর জোটের শরিক থাকিয়া বা দলের সদস্য থাকা অবস্থায় এই ঘটনা কোনো দলের খুব লাভ ক্ষতি হবে বলে মনে করিনা ! তবু মানুষ অন্তত এতটুকু দেখিল আজও রাজনীতিক নেতাদের মধ্যে কেউ কেউ আছেন যারা অন্তত মন্ত্রিত্বের প্রস্তাব প্রত্যাখান করার দৃষ্টান্ত রাখিলেন ! তাই আমি বেপারটিকে রাজনীতিতে একটা ভালো দৃষ্টান্ত হিসাবে দেখলাম কারণ যাই থাক !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poltitubeinternational