তোমারে স্মরি হে জীবনান্দদাস
কথা তোমার আমার তাই বলার কিছু থাকলোনা আর !
যখন সাধ জাগে মরিবার তবু দেখি সেথায় নাই তব তুলনা পাওয়া ভার !
ভাবি যদি জেগে রব সারারাত কহিবে কথা শত কোটি নক্ষত্র !
পাতা উল্টিয়ে দেখি ধান ক্ষেত আধিপত্য তোমার একচ্ছত্র !
কোথায় পালাব আমি যাই কোথা তুমিই বল !
রেখেছ কি এক কানি কাঠা কড়িকাঠ ঘাস ফুল ফল !
সবি তোমার কর্ষিত জমি করেছ আউশ আমনের নিবির চাষ !
কথা তোমার আমার তাই বলার কিছু থাকলোনা আর !
যখন সাধ জাগে মরিবার তবু দেখি সেথায় নাই তব তুলনা পাওয়া ভার !
ভাবি যদি জেগে রব সারারাত কহিবে কথা শত কোটি নক্ষত্র !
পাতা উল্টিয়ে দেখি ধান ক্ষেত আধিপত্য তোমার একচ্ছত্র !
কোথায় পালাব আমি যাই কোথা তুমিই বল !
রেখেছ কি এক কানি কাঠা কড়িকাঠ ঘাস ফুল ফল !
সবি তোমার কর্ষিত জমি করেছ আউশ আমনের নিবির চাষ !
কাউনের ক্ষেত না চষা হালট তার পাশে সামা ঘাস !
চাঁদ ডুবে যায় আসে আগামী সকাল পৃথিবীটা তবু মনে রাখে !
একদিন এ সব কিছু ছিল তোমার আপনার তাই আজও ডাকে !
এক ফালি চাঁদ রেখে যায় খোঁজে তব কপাটের ফাকে !
দিন যায় রাত আসে শরতের সাদা আকাশ যায় মেঘে ঢেকে !
কাশফুল সেউ দেখো আজও ফোটে কহে বলেছিলে ডেকে !
আয় তবে থাক পরে বিধবার সিথির ফাকে !
কোকিল তো কত ডাকে সড়ক দ্বীপে জারুলের বাগান বকুল বিছানো পথ !
একদিন হাসিবে জানি লক্ষী পেচা মহিষের বাথান আর ফসলের রথ !
শালিখের ঝাক যাবে উড়ে দুরে আরো দুরে কেহ তারে রুধিবেনা পথ !
আমি যেন থাকি সাথে ঝরা পাতা সম মাড়িয়ে যায় যদি যাকনা দুর্বা বিচালি ভরা পথ !
জাহিদ ডাক্তার , ঢাকা ৫ ই সেপ্টেম্বর ২০১২ খ্রি :
চাঁদ ডুবে যায় আসে আগামী সকাল পৃথিবীটা তবু মনে রাখে !
একদিন এ সব কিছু ছিল তোমার আপনার তাই আজও ডাকে !
এক ফালি চাঁদ রেখে যায় খোঁজে তব কপাটের ফাকে !
দিন যায় রাত আসে শরতের সাদা আকাশ যায় মেঘে ঢেকে !
কাশফুল সেউ দেখো আজও ফোটে কহে বলেছিলে ডেকে !
আয় তবে থাক পরে বিধবার সিথির ফাকে !
কোকিল তো কত ডাকে সড়ক দ্বীপে জারুলের বাগান বকুল বিছানো পথ !
একদিন হাসিবে জানি লক্ষী পেচা মহিষের বাথান আর ফসলের রথ !
শালিখের ঝাক যাবে উড়ে দুরে আরো দুরে কেহ তারে রুধিবেনা পথ !
আমি যেন থাকি সাথে ঝরা পাতা সম মাড়িয়ে যায় যদি যাকনা দুর্বা বিচালি ভরা পথ !
জাহিদ ডাক্তার , ঢাকা ৫ ই সেপ্টেম্বর ২০১২ খ্রি :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন