রাখাল রাজ্য চেন তোমরা সেই সে দ্বীপ সাগর ঘেরা শ্বাপদ পাশে বন্য বাঘে বসত গারে গোলপাতা আর কেওড়া গাছে ...আরো দেখুন ছবি: রাখাল রাজ্য চেন তোমরা সেই সে দ্বীপ সাগর ঘেরা শ্বাপদ পাশে বন্য বাঘে বসত গারে গোলপাতা আর কেওড়া গাছে ঘিরে থাকে তৃণ ভূমি ! সেই সে বনে ফিরত ঘুরে হায়েনারা ভিন্ন জাতি একরাতে সেই বন্যরা সব ঝাপিয়ে পড়ে রাখল বাড়ি রাখাল রাজে গর্জে ওঠে মধ্য রাতে হরিণ শাবক পাতার আরে চুপটি করে ভাবনা করে হায়েনাতো মাত্র ক'টা কত খাবে এগিয়ে গেলে বুকচিতিয়ে ! বর্গীরা সব বন্দী করে নিয়ে গেল রাখল রাজে ঘাটের মাঝি কামার কুমোর সবাই শেষে জোট বাধে পাশের দেশের লক্ষী রানী ছুটে বেড়ায় জগৎ নেড়ে যাওনা দেখো করছে কি সব রাখল রাজের রাজ্য জুড়ে ! পাখ পাখালি কাঠবিড়ালি কৃষান বধু ছাত্র যুবা জীবন নিয়ে খেললো জুয়া রক্ত ঢেলে পথ পিছল হায়েনারা শৃগাল সনে হুড়মুড়িয়ে আস্রে পরে কোথায় আবার ঘোর দৌড়ের পুরান মাঠে এখন যেথায় মশাল জ্বলে ! রাখল রাজে পরপারে আমরা যে তার পথ পানে ! জাহিদ ডাক্তার ঢাকা ২৫ শে জানুয়ারী ২০১৩ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational