সেকালের নয় সেকুলার মুক্তিযুদ্ধ

আচ্ছা বেশ তবে তাই হোক
তোমার ভয়ে আমার লিখা বন্ধ থাক
গাইবনা গান আর ইচ্ছে মত
চাইবনা মুক্তি মানুষের বঞ্চিত যত
চাইবনা বিচার কোনো অপরাধীর
আজ থেকে তোমার ফরমাস মত !

ধর্ম যার যার
দেশ সবার !

এই তো মুক্তিযুদ্ধ
ছিল পিতা সমেত অঙ্গীকারবদ্ধ !

একথা মিথ্যা ?

মহাপাপ
কোনো আস্তিক করতে পারেনারে বাপ !

জাহিদ ডাক্তার
৪ ঠা এপ্রিল ২০১৩




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

বঙ্গবন্ধু