পোস্টগুলি

ফেক আইডি ?

ফেক আইডি ? বেপার তো দাদা সোজা অতি ! নয়তো এটা মুখো ছবি ! মুখ অন্তরের প্রতিচ্ছবি ! নয় যে তাহা স্বচ্ছ অতি ! কদর্য ভিশন অতি ! ছদ্দ নামে গোপন থাকে ! মনের ভাবনা লুকানো যাবে ! অনেকটা সেই মুখোশ যেমন ! মুখের মনের গতি বিধি ! দেকবে শধু হিজাব খানা ! মন দেখাতে আছে মানা ! তাই বলে কি পাবে পাড় ? একদিন হবে ছাড়তে ঘর ! থাক্বেনাকো আপন পর ! অন্তর্যামী আছেন যিনি ! ভালো নাকি জানেন তিনি ! টিকি টুপি নেকাব দাড়ি ! এক হলকে আছার মারি ! বের করবেন নারী ভুরি ! অত চিন্তার কি আর আছে ? অনন্ত কাল কে কবে লেখে ? ফেক কাব্য করলাম শেষ ! বল সবাই বেশ বেশ ! ধন্য রাজার পুণ্য দেশ !! জাহিদ ডাক্তার , ঢাকা , ৩১ শে জুলাই , ২০১২ খ্রি :
বিলুপ্তির পথে বাঘ্র সবাই বেশ চিন্তা ক্লিষ্ট বাঘ্র বুঝি হয় বিলুপ্ত ! টেংরা পুটি খোলসে ছিল তাদেরও দেখিনাত ! পাবদা নাকি ছিল একদা খালে বিলে বাস করত ! যেমন ছিল কাব্য গ্রন্থ এখন সবাই বিকার গ্রস্থ ! আগে মানুষ নিজে আঁকত না হয় নিজে ছবি তুলত ! কম্পু এসে বেড়েছে ভক্ত সবাই এখন করেছে রপ্ত ! কাট পেস্ট করলে সবাই ভক্ত একে ছবি সময় নষ্ট ! নেট এ ভাইগো অনেক বিশ্ব আমরা কেন বসে থাকব ? একই ছবি নানান পাতায় দেকতে দেকতে কত হাসব ? আয়ুব যখন রবির উপর ভিশন বিরক্ত ! বললেন রেগে মন্ত্রী মশাই করকি বলত ! নজরুল গীতি রবীন্দ্র ভক্ত ! তোমরা কেন পারনা লিখতে লেখাকি তবে এত শক্ত ! বাঘ্র মামা হলকী বলত ছানা পোনা কোথায় গেল ? তাবত বিশ্ব তোমার ভক্ত এত প্রজেক্ট কে তা খেল ! দোহাই তোমার বাচ্চা কাচ্চা দ্রুত ছার ! আর না পারো লাপটপ কেন কপি করে বাজারে ছার ! কপি পেস্টের বাজার চড়া নাহয় তুমি ঘোরার পথ ধর ! ডিম দিয়ে বাচা পারো ! তোমরা যদি না থাক বাঘ কেমনে সে বন রবে ? কপি বাঘে কেমন করে বন পাহারা দেবে ? ডিম পড়িয়া বাচ্চা দিলে ম্যানগ্রোভ রক্ষা পাবে ! জাহিদ ডাক্তার , ঢাকা , ৩১ শে জুলাই , ২০১২ খ্রি :
বিলুপ্তির পথে বাঘ্র সবাই বেশ চিন্তা ক্লিষ্ট বাঘ্র বুঝি হয় বিলুপ্ত ! টেংরা পুটি খোলসে ছিল তাদেরও দেখিনাত ! পাবদা নাকি ছিল একদা খালে বিলে বাস করত ! যেমন ছিল কাব্য গ্রন্থ এখন সবাই বিকার গ্রস্থ ! আগে মানুষ নিজে আঁকত না হয় নিজে ছবি তুলত ! কম্পু এসে বেড়েছে ভক্ত সবাই এখন করেছে রপ্ত ! কাট পেস্ট করলে সবাই ভক্ত একে ছবি সময় নষ্ট ! নেট এ ভাইগো অনেক বিশ্ব আমরা কেন বসে থাকব ? একই ছবি নানান পাতায় দেকতে দেকতে কত হাসব ? আয়ুব যখন রবির উপর ভিশন বিরক্ত ! বললেন রেগে মন্ত্রী মশাই করকি বলত ! নজরুল গীতি রবীন্দ্র ভক্ত ! তোমরা কেন পারনা লিখতে লেখাকি তবে এত শক্ত ! বাঘ্র মামা হলকী বলত ছানা পোনা কোথায় গেল ? তাবত বিশ্ব তোমার ভক্ত এত প্রজেক্ট কে তা খেল ! দোহাই তোমার বাচ্চা কাচ্চা দ্রুত ছার ! আর না পারো লাপটপ কেন কপি করে বাজারে ছার ! কপি পেস্টের বাজার চড়া নাহয় তুমি ঘোরার পথ ধর ! ডিম দিয়ে বাচা পারো ! তোমরা যদি না থাক বাঘ কেমনে সে বন রবে ? কপি বাঘে কেমন করে বন পাহারা দেবে ? ডিম পড়িয়া বাচ্চা দিলে ম্যানগ্রোভ রক্ষা পাবে ! জাহিদ ডাক্তার , ঢাকা , ৩১ শে জুলাই , ২০১২ খ্রি :
ছবি
ভাবনা গুলো পিছ ছাড়েনা আয় না কিছু নতুন করি ; ভাবনা চিন্তা চিত্র কথা ! হোকনা শুধু কথকতা কিংবা তাহা গল্প গাথা ! ঐতিহ্য তো মন্দ নয় ছিল তাতে গভীরতা ! হালকা কিবা চটুলতা ; বলছিনা তা দরকারিনা ! জীবন তাতো অনন্তনা ; আগামী তো আসবে জানি ! ভাবনা তাদের তীক্ষ্ণ মানি তাইত তাদের ভাবি গুনি ! ধর্ম কর্ম যাই বলনা সত্য কিন্তু সেই একখানা ! বিশ্ব অনেক এগিয়েছে ফকির লালন পুরননা ! তাবত মুনি ভাবছে আজও লোকটা তবে হাল্কাত না ! দিব্য জ্ঞান মোদের ছিল আরো ছিল অনেক জনা ! সিদ্ধার্ত কে মনে পরে ? করত কি সে বাচাল পনা ? কাওকে আমরা ফেল্বনাত ভক্তি করি সব ভাবনা ! উচু নিচু বিভেদ করব ? আমরা কে তার তাই ভাবিনা ! বিচার করার আমি কে বল ? আছেন তিনি মিথ্থা তো না ! সত্য মিথ্থা সবি আছে ভাববো সবি বাদ রবেনা ! তুমি আমি সে কোনজনা সবি যাবে কেউ থাকেনা ! আদি অন্ত সব ভাবনা স্রষ্ঠা সৃষ্টি এক কথা না ! আমায় কেহ ভুল বুঝো না ! আমি শুধু সেই একজনা অনেক মাঝে কে বুঝি না ! সবার আছে ভাবনা জানি কেউ লেখে ; কেউ লেখে না !! জাহিদ ডাক্তার , ঢাকা ,২৯ জুলাই ,২০১২ খ্রি :
ছবি
প্রেম বিষয়ক পক্ষী প্রেমিক বৃক্ষ প্রেমী প্রেম গলার মালা ! কৃষ্ণ ছিলেন রাধা প্রেমী করত লীলা খেলা ! শিরির প্রেমে ফরহাদ নাকি ছিলেন দেওয়ানা ! লাইলী প্রেমে মজনু নাকি ছেড়ে ছিলেন পাঠ ! চন্ডি দাস আর রজকিনী নিতেন প্রেমের পাঠ ! প্রেম করেছেন ইউছুফ নবী জুলেখার সনে ! রামের প্রেমে সীতা নাকি গিয়েছিলেন বনে ! এত শত প্রেম কাহিনী মোদের যখন জানা ! কেমন করে করব মোরা প্রেম করিতে মানা ? রাজাকারে প্রেম করত পাকি সেনার সনে ! আজও আছে তাদের প্রেমিক আছে ঘরের কোনে ! দেশ প্রেমিক আছে নাকি মোদের দেশে ভাই ? থাকলে তবে আমরা কেন অন্য দেশে যাই ? প্রেমিক ছিল নির নাকি হেলেন প্রেমিক তাই ! ট্রয় নগরী ধংশ হয়ে হলো শেষে ছাই ! বিশ্ব প্রেমিক শাহজাহান নুরজাহানের তরে ! সাদা পাথর দিয়ে যে তাই তাজমহল গড়ে ! দেশো প্রেমিক বলতে বুঝি মুক্তি সেনা যারা ! প্রাণ দিয়েছেন দেশের তরে টাকা পয়সা ছাড়া ! টাকা প্রেমিক প্রেমিক বটে ভালবাসা ছাড়া ! চুরি করে আজও অনেক আছেন দেশ ছাড়া ! ঘুষ চাহিয়া আবুল নাকি গেছেন এবার ফেসে ! অমন অনেক ঘুষ খোর দিব্বি আছেন দেশে ! ঘুষ খোর দেশ প্রেমে থাকে যদি মানা ! কালো টাকা সাদা করে তারা কাদের ছানা ! ...
উত্তরাধিকার সম্পত্তি তো ছিলনা তার ছিল শুধু স্বপ্ন এক আকাশ ! হয়নি তাতে কোনো ঘর বাড়ি করেনি কেউ বাস ! সন্তান সন্ততি খুব বেশি নয় ; পক্ষও একটাই ছিল ! ধর্মে কর্মে মুসলমান ; স্বপ্নে সাম্যবাদী ! মানুষটার উত্তরাধিকারী কে হবেন ভাবছি বার বার ! ডি এন এ নিয়ে সমস্যা নেই পেয়েছে সবাই সমান ! স্থাবর যা পেয়েছিলেন কায় ক্লেশে ভাগ করে লালন পালন করেছিলেন সন্তান সন্ততি তার উদার ! দেনমোহর বাবদ মাত্র একটা ভিটা তার আছে বসিবার ! পুত্র কননা যা আছে তাদের সবাই নয় কেউ কেউ অধিক পিতার সমস্যা ওসব নয় ; কেবল উত্তরাধিকার স্বপ্ন যে ছিল তার ! বাড়িটার ভাগী শুধু মানুষ নয় আছে কিছু অশরীরী জিন তার ! তাও ভাষা ভাষা জ্ঞান সবার ! আর ছিল পান্ডুলিপি বাকি ছিল ছাপার তাও শেষে পরে ছিল তক্তপোষে ; ছিলনা কেউ নিবার উত্তরাধিকার ! সব কবির কবিতা হয়না প্রয়োজন ছাপিবার কীটে কেবল ; রাখে অধিকার জীর্ণ করিবার ! মৃত তিনি আজ ধরা ধামে সাধ্য আছে কার বহিবার ! কেবলি আছে তার স্বপ্ন পরে আর আছে উত্তরাধিকার ! জাহিদ ডাক্তার , ঢাকা , ২৭ জুলাই ,২০১২ খ্রি :
ভাবনা গুলো পিছ ছাড়েনা আয় না কিছু নতুন করি ; ভাবনা চিন্তা চিত্র কথা ! হোকনা শুধু কথকতা কিংবা তাহা গল্প গাথা ! ঐতিহ্য তো মন্দ নয় ছিল তাতে গভীরতা ! হালকা কিবা চটুলতা ; বলছিনা তা দরকারিনা ! জীবন তাতো অনন্তনা ; আগামী তো আসবে জানি ! ভাবনা তাদের তীক্ষ্ণ মানি তাইত তাদের ভাবি গুনি ! ধর্ম কর্ম যাই বলনা সত্য কিন্তু সেই একখানা ! বিশ্ব অনেক এগিয়েছে ফকির লালন পুরননা ! তাবত মুনি ভাবছে আজও লোকটা তবে হাল্কাত না ! দিব্য জ্ঞান মোদের ছিল আরো ছিল অনেক জনা ! সিদ্ধার্ত কে মনে পরে ? করত কি সে বাচাল পনা ? কাওকে আমরা ফেল্বনাত ভক্তি করি সব ভাবনা ! উচু নিচু বিভেদ করব ? আমরা কে তার তাই ভাবিনা ! বিচার করার আমি কে বল ? আছেন তিনি মিথ্থা তো না ! সত্য মিথ্থা সবি আছে ভাববো সবি বাদ রবেনা ! তুমি আমি সে কোনজনা সবি যাবে কেউ থাকেনা ! আদি অন্ত সব ভাবনা স্রষ্ঠা সৃষ্টি এক কথা না ! আমায় কেহ ভুল বুঝো না ! আমি শুধু সেই একজনা অনেক মাঝে কে বুঝি না ! সবার আছে ভাবনা জানি কেউ লেখে ; কেউ লেখে না !! জাহিদ ডাক্তার , ঢাকা ,২৯ জুলাই ,২০১২ খ্রি :