উত্তরাধিকার

সম্পত্তি তো ছিলনা তার ছিল শুধু স্বপ্ন এক আকাশ !
হয়নি তাতে কোনো ঘর বাড়ি করেনি কেউ বাস !
সন্তান সন্ততি খুব বেশি নয় ; পক্ষও একটাই ছিল !
ধর্মে কর্মে মুসলমান ; স্বপ্নে সাম্যবাদী !
মানুষটার উত্তরাধিকারী কে হবেন ভাবছি বার বার !
ডি এন এ নিয়ে সমস্যা নেই পেয়েছে সবাই সমান !
স্থাবর যা পেয়েছিলেন কায় ক্লেশে ভাগ করে লালন
পালন করেছিলেন সন্তান সন্ততি তার উদার !

দেনমোহর বাবদ মাত্র একটা ভিটা তার আছে বসিবার !
পুত্র কননা যা আছে তাদের সবাই নয় কেউ কেউ অধিক পিতার
সমস্যা ওসব নয় ; কেবল উত্তরাধিকার স্বপ্ন যে ছিল তার !
বাড়িটার ভাগী শুধু মানুষ নয় আছে কিছু অশরীরী জিন তার !
তাও ভাষা ভাষা জ্ঞান সবার !
আর ছিল পান্ডুলিপি বাকি ছিল ছাপার তাও শেষে পরে ছিল
তক্তপোষে ; ছিলনা কেউ নিবার উত্তরাধিকার !
সব কবির কবিতা হয়না প্রয়োজন ছাপিবার কীটে কেবল ;
রাখে অধিকার জীর্ণ করিবার !
মৃত তিনি আজ ধরা ধামে সাধ্য আছে কার বহিবার !
কেবলি আছে তার স্বপ্ন পরে আর আছে উত্তরাধিকার !

জাহিদ ডাক্তার , ঢাকা , ২৭ জুলাই ,২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational