পোস্টগুলি

মে, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

China: The electronic wastebasket of the world - CNN.com

China: The electronic wastebasket of the world - CNN.com

Man & Cloud

ছবি
মেঘ ও মানুষের গল্প  মেঘ গুলো যেন  মানুষের মত  খুব দ্রুত বদলায় যেন জীবন্ত ! তবেকি মেঘেদের আছে প্রাণ অনন্ত  আমাদেরই মত আছে মান অভিমান  গায়ে গায়ে খুনসুটি লুটোপুটি  বেচে থাকার চেষ্টা প্রানান্ত মুখোমুখি ! জনতার মত যুথবদ্ধ মেঘ বার বার  মনে হয় সংকল্প দুর্নিবার  আকাশ বাতাস একাকার  বিপ্লবের মত লন্ডভন্ড করে বুঝি  নিয়ে আসবে রৌদ্রজ্জল ধরা খুজি !   হায় মেঘ ধবল বসনে  তুমি হঠাথ হাওয়ায় ভেসে মৃদু হেসে  কোথা যাও ? আসবে কি আবার  নাকি ঘন ঘটা বারবার ! আকাশ পানে চেয়ে চেয়ে তৃষ্ণার্ত চাতক আমি  কত বিনিদ্র রজনী প্রতিক্ষা ; গর্জন শুনি  প্রতিবিপ্লবের ঝড়ে হারাই সহযোদ্ধা সাথী ছিল যারা  আকন্ঠ বিপ্লব পিয়াসী শত সহস্র তরুণ ছিল তারা  তোমাদেরই মত গর্জিত বর্ষিত ওরা ! তোমাদেরই মত হারিয়ে যায় অজানায়  ফের প্রতিক্ষা ; কবে আবার জমবে মেঘ উজান বায়   জানি একদিন আসবে সেই প্রলয়  তোমাদেরই সাথী সাইক্লোন সাজে  সব সতর্ক সংকেত বিফল হবে কাজে  প্রতিক্ষার প্রহর মোর সাঙ্গ তবে  সাঝ সাঝ রবে জেগে উ...

Politics

ছবি
আমার দেশে চোরের বেশে  কত শত মানুষ বেশি  দানব আছে ! তার কি কোনো হিসাব আছে  আদালতে মুক্তি পেলে  বড় গলায় কথা বল  সবার তরে বিচার  হয় না কেন সমান অধিকার  মুখে বল ইসলাম মানি  আদালতে মিথ্যে বলে  কেমনে গেল সদল বলে ? ওদের যদি ছাড় থাকে  গরু চোরে কি দোষ বাহে  টাকা চোর আর গরু চোরে  তফাত কর কোন হিসাবে ? প্রমান কর মিথ্যে হলে  পালাও কেন মিথ্যে হলে  টাকার তো আর হিসাব নাই  ধর্মে আছে পাই পাই 

Child labour

ছবি
কথা কয়না পোলাডা  খুব ভয় পেয়েছে ছেলেটা  মহাজন ভিশন জোরে মেরেছিল থাপ্পরটা  একটু দেরী হয়েছিল চা পান আনতে  মায়ের ঘরে পান্তার অভাব  অভাবী ঘরে যা স্বভাব ! ভাতের শিশু গতর খাটে  শিশু শ্রমের বয়স বটে  কাব্য বোঝেনা মহাজনে  খানকির পুত কইয়া চিল্লান মারে ! হাজী সাবের মেজাজ একটু চড়া  চা'ও খায় একটু কড়া  লিকার শুধু চিনি ছাড়া  জৈবনে দেখ্খোশ নাই  এক্কেরে মুন্না ভাই ! মুক হয়ে যাই  আমি কি লিখব দাওয়াই ? সোহাগ যেন উস্লিয়ে পরে  মুনাজাতে কান্দে হা হাচা বেবাকে মাতানারে  হ হ জিগা ওরে !

Promila

ছবি
নজরুল পত্নী প্রমিলা  প্রমীলা  পত্নী তাহার  অসামান্না সব্যসাচী অনিরুদ্ধ  বাংলা নাম বাবা তাদের   মানুষ কেবল শুধু বাঙালি নয় ! নিজে বলেন প্রেমিক তিনি  ব্যর্থ প্রেমিক ব্যথার বেদন গায়  সেই তো ভাঙ্গেন গড়েন যিনি  ভুবন প্রেমে বয় !

Nazrul ISLAM ( national poet )

ছবি
সেক্যুলার নজরুল  রবীন্দ্রনাথ আমাকে প্রায়ই বলতেন  দ্যাখ উন্মাদ ! "তোর জীবনে শেলীর মত   কিটস এর মত   বিরাট ধরনের একটা  ট্র্যাজেডি আছে !" তোমারি মত ধর্মের নামে ভন্ডামির বিরুদ্ধ্র  আজও আমরা যুদ্ধ করি ধর্মে ধর্মে হানাহিনীর অবসানে ! আবার সেই ট্রাজেডি কবর ঘেষে আজও বাজে বিদ্রোহ সেই অবিচারের  অবসানে !
ছবি

Civilization

ছবি
কার তরে চাই  সমাবেশ ভাই  ঢাকায় হলে পল্টনে যান ! কথা হলে বলতে পারেন  এই পুস্তকে আছে না ? সবাই আছে সত্য না হয় মিথ্যে নামে  বলেন না ভাই বলেন না ! আমরাও দেশের দশের  মঙ্গল চাই ! জ্বালাও পোড়াও মানুষ করে ? তাই কি তোমরা বলতে চাও ?

Delayed judgement complimentary justice !

ছবি
সালাম তাহের সালাম তোমার খুনের আইনি বিচার পেলাম ! ওরা নিস্সঙ্ক চিত্ত দেখেছে আগেই কেবল আবার দেখল বিচার ক্যাঙ্গারু নয় মানুষ !

Bongobondhu

ছবি
বঙ্গবন্ধু সততি খবরটা সত্তিনা বঙ্গবন্ধু মরেননি কাল রাতে দেখা নাকি স্বপ্নে পাওয়া জানিনা ! অত্তৃপ্ত আত্মা সকল খুনের বিচার চান ৭১ এর খুনিদের কোনো ছাড় নাই !!

Freedom war !

ছবি
ওদের খুব একটা কেও ছিল না যুদ্ধের বছর ১৯৭১ মৃত লাশ ভেসেসিলো নদীতে ! পদ্মায় খুব ইলিশ তখন ১ টাকায় একহালি ! দুয়ারীর বানায় আটকে থাকত লাশ ! মুক্তি যোদ্ধাদের লাশ ! মুজিবের সৈনিকের লাশ স্বধীনতার জন্যে লাশ মেঘমুক্ত আকাশ !
কিনি নাই আমি ঘুমের চোখে ! এখন অনেক দামী ছবির কবি আল্পনা আকে প্রয়োজন যত যার নিক না কেবল ততোটুক যাহা পায়সে পূনর্বার ! ইবলিশ সেত কল্পকথা ইচ্ছে গাথা কি জানি না কাহার আমার জন্ম সার্থক আছে কেও বলিবার ?

Allmighty

ছবি
অকালে কদম ফুল গেলোবার বর্ষায় অনেক খুজেছি তোমায় হে কদম তুমি বর্ষার ফুল ? বাংলার বর্ষা জৈষ্ঠে শুরু ? কাল সারারাত বৈশাখী ঝর মোহসেন নামে করে কোলাহল কে যেন তারে ছন্দে ডাকে মরু সিন্ধু থেকে ! বলি তারে - দুই দন্ড কাব্য লিখে কিনে নিলে তুমি খোদারে ? হায়রে গন্ড মুর্খের দল পুস্তক বেধে উতসব কর কাজে দেয় যদি আখেরে ! দেখ চেয়ে ; দেখ প্রকৃতি পানে - কেমনে স্বাধীন আপনে প্রভু তা'বলে ভুল করে নয় চিন্তা করেই গড়েছেন তায় সাম্যবাদের আদলে ! চেয়ে দেখ ওই মসনদে বসে বাদশাহী করে আরবে ওই কথাকি আমার রাসুল বলেছেন কোনো কিতাবে ? জগৎ জুড়িয়া কত জাত পাত যত জন আছে ততটাই মত স্রষ্ঠা কি তায় দেখেছেন কারো অন্য দৃষ্টি নয়নে ? তুমি মহাশয় কোত্থেকে এসে ধর্ম শেখাও আমারে ? মানবের কেবল মান্য কর দেখা পাবে তবে প্রভুকে ! জাহিদ ডাক্তার ১৭ ই মে ২০১৩

Cyclone

ছবি
ইচ্ছে করে শুনি মহা পরাক্রমশালী ঝড় পড়েনি আছড়ে এ বঙ্গ উপত্যকায় ! আর পারিনা সইতে বাউল তুমি ভাটিয়ালী গাও মোদের উজান চরে ! জাহিদ ডাক্তার ১৬ই মে ২০১৩

MyPC Backup : DRZAHID-PC

kabboblogmuktobolaka MyPC Backup : DRZAHID-PC

Mothers tongue

ছবি
খুনি মুনি ভুতের মুখে রাম নাম ঠেলায় পড়লে বাপের নাম ! আস্থা অনাস্থা ব্যাপার না ! ভয় টা শুধু ভূতে না জল জ্যান্ত আজরাইল শরিফ আদমী নামী দামী শেখ সৈয়দ বগলে ইট ! নির্যাতনের আরেক পিঠ ! সবাই বলে ছলে বলে ওই ব্যাটারা সুদ খোর ওর মজা পাপীর সাজা মাফ দেবেন খোদা তালা ? আজব তো এত বছর ? বিচার চোর পাপী বলি আস্থা থেকে নাস্তা পানি সবাই মানি অভুক্ত কি আস্থা তোর ? শর্করা জগৎ জোড়া গাড়ীর চেয়ে লম্বা ঘোড়া লম্পটের জুতো জোড়া পাপীর গাল বরাবর ! তবেই কেবল আস্থা তোর খোদার বিচার শাস্তি আচার মানে কোনো সুদ খোর ? ১৩ মে ২০১৩

Communism

ছবি
https://m.facebook.com/profile.php?nearby=1&id=427219564030288&__user=1115345557&filter=0&v=timeline

Justice delay judgement deny !

ছবি
বিচার খুব নির্মম তাউ জানি তবু তাই চাই ভাই বলার কিছুই নাই খুনের বিচার তাও পাই নাই আর চাইব বল ছাই ? তাহেরের যদি ফাঁসী হয়ে থাকে তাহাদের নয় কেন ? একই সৈনিক বিদ্রোহ করে মসনদ রাঙাবে ? কপট কখনো ঈশ্বর নয় আমরাই বেইমান ! স্রষ্ঠা দেখো সাম্যবাদী সবারই ক্ষমা করেন তাও বলা যাবে না যদি এক সাগরের বক্তরে বলি নদী তাও বুঝি না পাপী তোমার সব মাফ খোদা বলেছেন বল আমারে দেখাও 'তা অধিকার বলে করিয়াছেন খুনের বিচার মুখে চুমা তা কিনতু বল না আমাদের দেশে ফাঁসী হালাল অন্য কিছুই না ! জাহিদ ডাক্তার ১০ মে ২০১৩

Friends forever

ছবি
বারেক আমাদের বন্ধু বলে ফোনে রেজা আর বেচে নেই ! কেমনে ফিরিব হরতাল কাল ১৮ দলীয় জোট রুখিবে ফাঁস গলা হাঁস ফাঁস নোটের বদৌলতে ! নোট শ্রম শুধু আর কিছু নয় শ্রমের বিনিময়ে রেজার কথাটা ভুল নাহি হয় কালকের হরতালে কসম করিয়া বলেছেন রব মিথ্যা কেবলি পরাজিত হবে বিবেক বারেক আঘাত করিল মশনদেরই দরকার এত ধর্ম কভুকি কহে ? রবিঠাকুরও মরেছেন আজি পঁচিশে সে বৈশাখে ! রাত্র অনেক রেজা আর নাহি ফিরিবে ফেলিবে শ্বাস !

Education

ছবি
বাবা সাদা গুলো ফুল নয় পাতা সাদা ? হ্যা ওর মধ্যে হলুদ আছে ওগুলাই ফুল গন্ধ পাতছ ? জব্বার কাকা দারোগা ছিলেন জবা ফুলের বাগান ছিল স্বাধীনতার বছর ইলিশ মাছ ছিল ওই বছরেই উচিত ছিল সব স্কুল প্রাইমারি রকমারি বিভেদ বাড়ায় ! আক্তার ভাই মান্না ভাই ওই বছরে শিক্ষা নীতি স্বৈরাচার যাকে বলি গুলি করে ছাত্র মারে জাফর জয়নাল তাজুল ছিল শ্রমিক নেতা ওই ঘরে তার বসত ছিল ওঔ চাইত ওই ভবনে মুক্তিযোদ্দা ফরহাদ ছিল ! আগুন দিবি ? কি পাপ ওদের তুইকি তার হিসাব নিবি খোদা হবি ?

Almighty

ছবি
নিশ্চিন্ত তোমার নামে বিছানায় খোদা হেফাজত কারী লাগে ? অমিত জানি তুমি কেবল হেফাজতকারী অন্য কেহ নহে ! জাহিদ ডাক্তার ৫।৫!২০১৩

Slogan

ছবি
"ঐটা কিনতু ভুলিনাই ! যুদ্ধাপরাধীদের বিচার চাই !" স্লোগান একটি শিল্প বাংলা মায়ের গর্ব ! বিচার চাই বিচার চাই ! '৭১ এর খুনিদের এবার ক্ষমা নাই !
ছবি
গল্পটা হয়তো সবাই জানেন তবু বলি আমাদের সেই নুরুল ইসলাম ডুবে গেলে তাই ইসলাম ডুবে গেল ? জামাতিরা কতকি দেখ আহাম্মক কত ইসলাম সেতো শান্তির বাণী কাঁটা বুড়ির কথা পথের কাঁটা কোথায় গেল বুড়ি মরে নি'তো ? কোথায় গেলো নুরুল্দিন নূরুল নাহয় মোলো বাকি থাকি আমি তুমি গেলে জেলে শান্তি বলে শ্রান্তি দিবি দিদি মনি ওরা কি তায় বলে ছল ছল অখি কয় জোর জুলুম সয় কত ? জাহিদ ডাক্তার ৩রা মে ২০১৩ খ্রি :

Loan

ছবি
রক্ত ঋণ দপ করে জ্বলে ওঠে কিছুতেই শান্তি পাইনা স্বপ্ন না সত্যি অসহ্য তা'কি করে হয় সর্বোচ্চ শাস্তি ওর প্রাপ্প্য ! বিচার হতেই হয় তা'না হলে বলে অবিচার নিশ্চয় এত ; ঈশ্বর নয় ক্ষমা করে দেবে ! আমরা পারব না আমরা ছাড়বনা অন্ধত নয় স্বীকৃত খুনি সে আগুন জ্বলে অন্তরে কহে ক্ষমা নাই কেবল বিচার হবে ! জাহিদ ডাক্তার ১ লা মে ২০১৩