Man & Cloud

মেঘ ও মানুষের গল্প 

মেঘ গুলো যেন  মানুষের মত 
খুব দ্রুত বদলায় যেন জীবন্ত !
তবেকি মেঘেদের আছে প্রাণ অনন্ত 
আমাদেরই মত আছে মান অভিমান 
গায়ে গায়ে খুনসুটি লুটোপুটি 
বেচে থাকার চেষ্টা প্রানান্ত মুখোমুখি !

জনতার মত যুথবদ্ধ মেঘ বার বার 
মনে হয় সংকল্প দুর্নিবার 
আকাশ বাতাস একাকার 
বিপ্লবের মত লন্ডভন্ড করে বুঝি 
নিয়ে আসবে রৌদ্রজ্জল ধরা খুজি !
 
হায় মেঘ ধবল বসনে 
তুমি হঠাথ হাওয়ায় ভেসে মৃদু হেসে 
কোথা যাও ?
আসবে কি আবার 
নাকি ঘন ঘটা বারবার !

আকাশ পানে চেয়ে চেয়ে তৃষ্ণার্ত চাতক আমি 
কত বিনিদ্র রজনী প্রতিক্ষা ; গর্জন শুনি 
প্রতিবিপ্লবের ঝড়ে হারাই সহযোদ্ধা সাথী ছিল যারা 
আকন্ঠ বিপ্লব পিয়াসী শত সহস্র তরুণ ছিল তারা 
তোমাদেরই মত গর্জিত বর্ষিত ওরা !

তোমাদেরই মত হারিয়ে যায় অজানায় 
ফের প্রতিক্ষা ; কবে আবার জমবে মেঘ উজান বায়  
জানি একদিন আসবে সেই প্রলয় 
তোমাদেরই সাথী সাইক্লোন সাজে 
সব সতর্ক সংকেত বিফল হবে কাজে 
প্রতিক্ষার প্রহর মোর সাঙ্গ তবে 
সাঝ সাঝ রবে জেগে উঠবে যবে !



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poltitubeinternational