Mothers tongue


খুনি মুনি

ভুতের মুখে
রাম নাম
ঠেলায় পড়লে
বাপের নাম !

আস্থা অনাস্থা
ব্যাপার না !
ভয় টা শুধু ভূতে না
জল জ্যান্ত আজরাইল
শরিফ আদমী
নামী দামী
শেখ সৈয়দ বগলে ইট !
নির্যাতনের আরেক পিঠ !

সবাই বলে ছলে বলে
ওই ব্যাটারা সুদ খোর
ওর মজা পাপীর সাজা
মাফ দেবেন খোদা তালা ?

আজব তো
এত বছর ?
বিচার চোর
পাপী বলি আস্থা থেকে
নাস্তা পানি সবাই মানি
অভুক্ত কি আস্থা তোর ?

শর্করা জগৎ জোড়া
গাড়ীর চেয়ে লম্বা ঘোড়া
লম্পটের জুতো জোড়া
পাপীর গাল বরাবর !

তবেই কেবল আস্থা তোর
খোদার বিচার শাস্তি আচার
মানে কোনো সুদ খোর ?

১৩ মে ২০১৩




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poltitubeinternational