Justice delay judgement deny !
বিচার
খুব নির্মম
তাউ জানি তবু তাই চাই ভাই
বলার কিছুই নাই
খুনের বিচার
তাও পাই নাই
আর চাইব বল ছাই ?
তাহেরের যদি
ফাঁসী হয়ে থাকে
তাহাদের নয় কেন ?
একই সৈনিক বিদ্রোহ করে মসনদ রাঙাবে ?
কপট কখনো ঈশ্বর নয়
আমরাই বেইমান !
স্রষ্ঠা দেখো সাম্যবাদী
সবারই ক্ষমা করেন তাও বলা যাবে না যদি
এক সাগরের বক্তরে বলি নদী তাও বুঝি না
পাপী তোমার সব মাফ খোদা বলেছেন বল
আমারে দেখাও 'তা
অধিকার বলে করিয়াছেন
খুনের বিচার মুখে চুমা তা কিনতু বল না
আমাদের দেশে
ফাঁসী হালাল অন্য কিছুই না !
জাহিদ ডাক্তার
১০ মে ২০১৩
খুব নির্মম
তাউ জানি তবু তাই চাই ভাই
বলার কিছুই নাই
খুনের বিচার
তাও পাই নাই
আর চাইব বল ছাই ?
তাহেরের যদি
ফাঁসী হয়ে থাকে
তাহাদের নয় কেন ?
একই সৈনিক বিদ্রোহ করে মসনদ রাঙাবে ?
কপট কখনো ঈশ্বর নয়
আমরাই বেইমান !
স্রষ্ঠা দেখো সাম্যবাদী
সবারই ক্ষমা করেন তাও বলা যাবে না যদি
এক সাগরের বক্তরে বলি নদী তাও বুঝি না
পাপী তোমার সব মাফ খোদা বলেছেন বল
আমারে দেখাও 'তা
অধিকার বলে করিয়াছেন
খুনের বিচার মুখে চুমা তা কিনতু বল না
আমাদের দেশে
ফাঁসী হালাল অন্য কিছুই না !
জাহিদ ডাক্তার
১০ মে ২০১৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন