Allmighty
অকালে কদম ফুল
গেলোবার বর্ষায় অনেক খুজেছি তোমায়
হে কদম তুমি বর্ষার ফুল ?
বাংলার বর্ষা জৈষ্ঠে শুরু ?
কাল সারারাত বৈশাখী ঝর
মোহসেন নামে করে কোলাহল
কে যেন তারে ছন্দে ডাকে
মরু সিন্ধু থেকে !
বলি তারে -
দুই দন্ড কাব্য লিখে
কিনে নিলে তুমি খোদারে ?
হায়রে গন্ড মুর্খের দল
পুস্তক বেধে উতসব কর
কাজে দেয় যদি আখেরে !
দেখ চেয়ে ; দেখ প্রকৃতি পানে -
কেমনে স্বাধীন আপনে
প্রভু তা'বলে ভুল করে নয়
চিন্তা করেই গড়েছেন তায়
সাম্যবাদের আদলে !
চেয়ে দেখ ওই মসনদে বসে
বাদশাহী করে আরবে
ওই কথাকি আমার রাসুল
বলেছেন কোনো কিতাবে ?
জগৎ জুড়িয়া কত জাত পাত
যত জন আছে ততটাই মত
স্রষ্ঠা কি তায় দেখেছেন কারো
অন্য দৃষ্টি নয়নে ?
তুমি মহাশয় কোত্থেকে এসে
ধর্ম শেখাও আমারে ?
মানবের কেবল মান্য কর
দেখা পাবে তবে প্রভুকে !
জাহিদ ডাক্তার
১৭ ই মে ২০১৩
গেলোবার বর্ষায় অনেক খুজেছি তোমায়
হে কদম তুমি বর্ষার ফুল ?
বাংলার বর্ষা জৈষ্ঠে শুরু ?
কাল সারারাত বৈশাখী ঝর
মোহসেন নামে করে কোলাহল
কে যেন তারে ছন্দে ডাকে
মরু সিন্ধু থেকে !
বলি তারে -
দুই দন্ড কাব্য লিখে
কিনে নিলে তুমি খোদারে ?
হায়রে গন্ড মুর্খের দল
পুস্তক বেধে উতসব কর
কাজে দেয় যদি আখেরে !
দেখ চেয়ে ; দেখ প্রকৃতি পানে -
কেমনে স্বাধীন আপনে
প্রভু তা'বলে ভুল করে নয়
চিন্তা করেই গড়েছেন তায়
সাম্যবাদের আদলে !
চেয়ে দেখ ওই মসনদে বসে
বাদশাহী করে আরবে
ওই কথাকি আমার রাসুল
বলেছেন কোনো কিতাবে ?
জগৎ জুড়িয়া কত জাত পাত
যত জন আছে ততটাই মত
স্রষ্ঠা কি তায় দেখেছেন কারো
অন্য দৃষ্টি নয়নে ?
তুমি মহাশয় কোত্থেকে এসে
ধর্ম শেখাও আমারে ?
মানবের কেবল মান্য কর
দেখা পাবে তবে প্রভুকে !
জাহিদ ডাক্তার
১৭ ই মে ২০১৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন