Politics

আমার দেশে চোরের বেশে 
কত শত মানুষ বেশি 
দানব আছে !

তার কি কোনো হিসাব আছে 
আদালতে মুক্তি পেলে 
বড় গলায় কথা বল 
সবার তরে বিচার 
হয় না কেন সমান অধিকার 
মুখে বল ইসলাম মানি 
আদালতে মিথ্যে বলে 
কেমনে গেল সদল বলে ?

ওদের যদি ছাড় থাকে 
গরু চোরে কি দোষ বাহে 
টাকা চোর আর গরু চোরে 
তফাত কর কোন হিসাবে ?

প্রমান কর মিথ্যে হলে 
পালাও কেন মিথ্যে হলে 
টাকার তো আর হিসাব নাই 
ধর্মে আছে পাই পাই 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poltitubeinternational