Child labour
কথা কয়না পোলাডা
মহাজন ভিশন জোরে মেরেছিল থাপ্পরটা
একটু দেরী হয়েছিল চা পান আনতে
মায়ের ঘরে পান্তার অভাব
অভাবী ঘরে যা স্বভাব !
ভাতের শিশু গতর খাটে
শিশু শ্রমের বয়স বটে
কাব্য বোঝেনা মহাজনে
খানকির পুত কইয়া চিল্লান মারে !
হাজী সাবের মেজাজ একটু চড়া
চা'ও খায় একটু কড়া
লিকার শুধু চিনি ছাড়া
জৈবনে দেখ্খোশ নাই
এক্কেরে মুন্না ভাই !
মুক হয়ে যাই
আমি কি লিখব দাওয়াই ?
সোহাগ যেন উস্লিয়ে পরে
মুনাজাতে কান্দে হা হাচা বেবাকে মাতানারে
হ হ জিগা ওরে !
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন