অন্ধ

বললাম তো কিছু খুজিনা !
চোখ মুদে থাকি ; তাকাবো কোথায় ?
মুখোশে মোড়া ; তাই তাকাই কেবল চক্ষু বুজে !
সব তো আর ঝাপসা হয়না ; বদলিয়ে যায় !
বয়সের সাথে ; তবু কেউ কেউ একই পথে হাটে !
মানুষের হাট ; গবাদি পশু সবই বিকোয় ! বিবেকের মত ;
দামে চড়া ! তাতে নাই ক্ষতি অতি কিছু ;
হাট বার শুধু আজি কেবল ?

বকন বলদ ! খুত নাই কোনো ;
নিখুত ! অমনি যেন ; পুণ্য হন্যে সবাই দেখনা !
ফের ; হাটবার দেখা হবে !
কোরবানী ঈদ অনেক বাকি ;
মানুষ দেখনা কত !

আর বার দেখা হবে আবার !
নিদানের কালে ; চক্ষু খুলিয়া দেখিব না হয় ! সেবার !

জাহিদ ডাক্তার , ঢাকা ১২ ই জুন ২০১২ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Early pregncy

poet

মুক্তিযুদ্ধ