1971

প্রজাপতি মন সবুজ লালে

কলতানে পাখি ডাকে
শাহবাগের সেই বাগানে !
ফলবতী বৃক্ষ কমই
দুএকটা তাও
থাকতে পারে !

নারিকেলের গাছে ঘিরে
শহর ক্যামন দৌড়ে মরে !
মোল্লা বলে সেবন করে
শাহবাগের অপর পারে
হামবার্গার পানীয় মেলে !
ঢাকা শহর নগর বলে
ক্লাবে পাশা খেলে ছলে
তোমার বাবা আমার ছেলে
সাকুরাতে আজও বসে
যেসব খেলে কলজে জ্বলে !

সবই খেয়ে কালো রাতে
হিন্দু নিধন জগন্নাথে
পাক সেনাতে !

আরো শুনবি ?
জয় বাংলা শব্দ পেলে
বুকে বিধত সীসার গুলি
কামান মেরে উড়িয়ে নিশান
টিক্কা খানে ক্ষণে ক্ষণে
যুবতীরা বীরাঙ্গনা
ললনা কি বঙ্গ মাতা ?

পোড়া কপাল
শুনবি আরো সে 'ন মাসে
যুদ্ধ শিশু গনিমতের ফসল বলে !
আহ হা খোদা
অন্ধ আজও রাজাকারে নকশা করে
ধর্মটারে লেবাস এটে
সময় পেলেই ছোবল মারে !

আর পারিনা আমপারাতে
ধর্ম ক্যান বর্ম হবে অবেলাতে ?
আমরা কি সব দুগ্ধ শিশু
'৭১ এর যুদ্ধ যিশু
সবুজ যেন চির হরিত
রক্ত কেবল লহু নদী
বাঙাল রাজা গৃহ বন্দী
সেই সে রাতে
অন্যরা যায় রনাঙ্গনে
প্রতিবেশী বাংলা ভাষী অহমিয়া ত্রিপুরাতে
শরণার্থী শিবির গড়ে !

অনেক চাপা খোবের ব্যথা
শাহবাগে
স্লোগান পেলো জগৎ জোড়া খ্যাতি
এমনিতো নয়
অন্ধকারে স্মৃতি খুঁড়ে
স্মরণ করি মশাল জ্বেলে বাতি
একটু খানি সবুর কর মধ্য রাতে যদি আসে !
শহীদ যারা তাদের কি আর মরণ আছে ?

জাহিদ ডাক্তার
শাহবাগে রাত দুপুরে
২৫-২৬ যেটা ভাব তাই হবে ! ২০১৩ সালে






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational