Victory memorial

স্বাধীন সকাল

কাল সারারাত পাহারা ছিলাম
আবার যদি তারা আসে
একাত্তরে ঘুমিয়ে ছিল স্বাধীনতার আসে !
অন্ধকারে কাপুরুষ যত
হত্যাযোগ্গে মাতে !

পাকি ইসলাম খাকি পড়ে ছিল
২৫ শে 'র কালো রাতে
আজকে কেবল রং বদলে
জাতীয়তাবাদীর জোসে
সৌদি রাজের পয়গাম নিয়ে
পাক সাফ হলো ধুয়ে ?

বাঙালের কথা কাঙালের মত
বাসী হলে শুধু ফলে !
খুনীদের হাত রক্তে রাঙানো
সাফ হবেনা ধুলে !

ঘুম ভেঙ্গে দেখি বাতায়ন পাশে
নিশান আমার উড়ে !
সাথীরা আমার অতন্দ্র ছিল
সাপদেরা শুধু জেলে !

জাহিদ ডাক্তার
২৬ শে মার্চ ২০১৩


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational