পাপ

জন্মে আমার পাপ নাই প্রভু
থাকলেউ 'তা তামাদি ধর
জীবন আজ নিভু নিভু !

হত্যা হেথা তামাদি হয়
ধর্ষণ করে নিশান উড়ায়
ধর্ষিতা বক্ষ জুড়ে !
তাবৎ মুনিরা শুরু করে গান
হুক্কা হুয়া সুরে !

চল্লিশে জানি চাল্শেতে ধরে
দৃষ্টি হয় ক্ষীন পরে
তাবলে স্মৃতি বিস্মৃতি হবে
বিয়াল্লিশের পরে ?
তাও হতে পারে
নবরোগ বুঝি পুস্তকে তাহা নাই
হন্তারক আজ সাধু সেজে দেখো
মসনদে চায় ঠাই !

মুক্তি পাগল বঙ্গ তরুণ
কেমনে মনিবে তা ?
বয়স অল্প উর্বর মাথা
বন্ধক রাখে না !

তোমরা যাহারা পাকিদের ছানা
রাজাকার চেননা
আমরা তাদের বেইমান মানি
অন্য কিছুই না !

জাহিদ ডাক্তার
৬ ই মার্চ ভুলতা ২০১৩ খ্রি :

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

poet

Early pregncy

poltitubeinternational