দেবকী পূত্র
কাল রাত কি অষ্টমী তিথি ছিল ?
কি জানি হবে হয়ত ; পঞ্জিকা তাই বলেছিল !
অত ঘন কৃষ্ণ কালো রাত মোর মনে হলোনাত !
মাসটা অবশশই শ্রাবন ; ভাদ্র নয়তো ?
কলির কৃষ্ণ কাল মাঝ রাতে দেবকী সাথে !
বৃষ্টি ঝরে টিপ টিপ করে কালো পীচে রাতে !
উলঙ্গ কৃষ্ণ বাসুদেব পাশে নাই কংশ কারারক্ষী !
অসুরের দল নিয়েছে কাড়ি তার ঘরবাড়ি !
কাল রাত কি অষ্টমী তিথি ছিল ?
কি জানি হবে হয়ত ; পঞ্জিকা তাই বলেছিল !
অত ঘন কৃষ্ণ কালো রাত মোর মনে হলোনাত !
মাসটা অবশশই শ্রাবন ; ভাদ্র নয়তো ?
কলির কৃষ্ণ কাল মাঝ রাতে দেবকী সাথে !
বৃষ্টি ঝরে টিপ টিপ করে কালো পীচে রাতে !
উলঙ্গ কৃষ্ণ বাসুদেব পাশে নাই কংশ কারারক্ষী !
অসুরের দল নিয়েছে কাড়ি তার ঘরবাড়ি !
শয্যা তাই বুঝি আজ ফুটপাথে শুয়ে আড়াআড়ি !
কোন মহা পাপে পূর্ণ হইলে আসিবে আবার ধরাতে ?
লক্ষ দেবকী অঝোরে কাঁদে আফ্রিকা আরবে ভারতে !
পুন্ড্র অধিপতি বাসুদেব নয় কংশ বধিছে ধরাতে !
কংসের সেনা জল স্থল ছেড়ে হানিছে মহাশুন্যে !
করিছে ধ্বংশ দেবালয় সব জানিনা সে কোন পুন্যে !
আজিকেও আছে মোর অজানা !
কল কাঠি নাড়ে কোন অসুরে ?
তাবত জাহান পূজা করে তারে ?
ভুলিয়া নিজ বসন খুলিয়া পূর্ণ ভুবন জুড়ে !
রক্ত স্নাত বিশ্ব বুঝিবা পড়িমড়ি তাত করে !
স্বর্গের রানী ভুবন মোহিনী বুঝি অতলান্ত পাড়ে !
জাহিদ ডাক্তার , ঢাকা ৯ ই আগস্ট , ২০১২ খ্রি :
কোন মহা পাপে পূর্ণ হইলে আসিবে আবার ধরাতে ?
লক্ষ দেবকী অঝোরে কাঁদে আফ্রিকা আরবে ভারতে !
পুন্ড্র অধিপতি বাসুদেব নয় কংশ বধিছে ধরাতে !
কংসের সেনা জল স্থল ছেড়ে হানিছে মহাশুন্যে !
করিছে ধ্বংশ দেবালয় সব জানিনা সে কোন পুন্যে !
আজিকেও আছে মোর অজানা !
কল কাঠি নাড়ে কোন অসুরে ?
তাবত জাহান পূজা করে তারে ?
ভুলিয়া নিজ বসন খুলিয়া পূর্ণ ভুবন জুড়ে !
রক্ত স্নাত বিশ্ব বুঝিবা পড়িমড়ি তাত করে !
স্বর্গের রানী ভুবন মোহিনী বুঝি অতলান্ত পাড়ে !
জাহিদ ডাক্তার , ঢাকা ৯ ই আগস্ট , ২০১২ খ্রি :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন